টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে টি২০ দলে ফিরলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে ফের ভারতীয় দলের হয়ে টি২০ খেলতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে। রবিবার সন্ধ্যায় আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)।
তিন তারকার চোট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে খেলা তিন তারকা চোটের জন্য আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব, চোট সারিয়ে এখনও ফেরত আসতে না পারায় আফগান সিরিজেও জায়গা হল না হার্দিক পান্ডিয়ার। দলে নেই ইশান কিশান ও রুতুরাজ গায়কয়াডও। দুই ব্যাটারেরই চোট থাকায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। তবে সকলের নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ না খেললেও টেস্টে খেলেছিলেন দুই তারকাই। তবে তাঁরা ক্রিকেটের সবচেয়ে চোট ফরম্যাটে ফেরত আসেন কিনা সেটা নিয়ে নানা জল্পনা চলছিল।
তবে দল ঘোষণা হতেই দেখা গেল দুই তারকা রয়েছেন দলে। আসলে বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। তাই এই দুই তারকাকে দলে নেওয়া হল বলেই মনে করা হচ্ছে। সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। কেপটাউন টেস্টে সুযোগ পেয়ে ভাল বল করেছিলেন বাংলার এই বোলার। এবার টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে ভাল কিছু করে দেখানোই এখন বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।
ভারত আফগানিস্তান সিরিজের সময়সূচি
প্রথম টি-টোয়েন্টি: ১১ জানুয়ারী, মোহালি, সন্ধ্যা ৭ টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ জানুয়ারী, ইন্দোর, সন্ধ্যা ৭ টা
তৃতীয় টি-টোয়েন্টি: ১৭ জানুয়ারী, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭ টা
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ওয়াই জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ডব্লিউ সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং , আবেশ খান, মুকেশ কুমার