Advertisement

India vs Australia 1st Test: বল বিকৃতিতে ছাড় জাদেজাকে, তবুও কেন শাস্তি হল জাড্ডুর?

রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) জরিমানা করল আইসিসি (ICC)। বল বিকৃত (Ball Tampering) করার অভিযোগে অভিযুক্ত করা হল রবীন্দ্র জাদেজাকে। নাগপুরে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টের সময় আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হল।

রবীন্দ্র জাদেজারবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Feb 2023,
  • अपडेटेड 4:34 PM IST
  • শাস্তি পেলেন জাদেজা
  • বল বিকৃতি কান্ডে ছাড় জাদেজাকে

রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) জরিমানা করল আইসিসি (ICC)। বল বিকৃত (Ball Tampering) করার অভিযোগ করা হয়েছিল রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। নাগপুরে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টের সময় আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হল।

রবীন্দ্র জাদেজা আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ লঙ্ঘন করেছেন। যা ক্রিকেটীয় আচরণের পরিপন্থী বলে মনে করছে আইসিসি। এই জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি জাদেজার ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটিই ছিল তাঁর প্রথম অপরাধ।

কেন শাস্তি হল জাদেজার?

আরও পড়ুন

বলে ক্রিম লাগানোর জন্য শাস্তি পেতে হল প্রথম টেস্টের নায়ক জাদেজাকে। বল আম্পায়ারের হাতে না দিয়ে কেন ওয়েনমেন্ট হাতে লাগাতে গেলেন জাদেজা? এটাই প্রশ্ন আসিসি-র। জাদেজা অপরাধ স্বীকার করেছেন ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন: জাদেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, ক্লার্ক বললেন... 
 ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে এই ঘটনার ভিডিও জমা দিয়েছে ভারতোয় দল। তিনি নিজেই হয়ত গোটা বিষয়টা জানতে চেয়েছিলেন। টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে নাকানি চোবানি খাইয়েছিলেন জাদেজা। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরলেও দারুণ ছন্দে ছিলেন ভারতের এই অলরাউন্ডার। 

এখন প্রথম দিনের খেলা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাদেজা বল ছুড়ে দেওয়ার আগে সতীর্থ খেলোয়াড় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) কাছে যান এবং তাঁর কাছ থেকে কিছু নিয়ে আঙুলে রাখেন। অস্ট্রেলিয়ান মিডিয়া Foxsports.com এই ভিডিও শেয়ার করেছে। 

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

Advertisement


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Read more!
Advertisement
Advertisement