অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। দিন রাতের টেস্টে ভারতীয় দল (Team India) অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। এর মধ্যেই একটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের দ্বিতীয় দিনে (৭ ডিসেম্বর) থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হৈচৈ পড়ে যায়।
কী ঘটেছিল?
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। ওই ওভারে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) তৃতীয় বলে মিচেল মার্শের (Mitchell Starc) বিরুদ্ধে আপিল হয়েছিল। তবে মাঠের আম্পায়ার এলবিডব্লিউ আউট দেননি। ভারতীয় খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ছিলেন যে বল প্রথমে প্যাডে লেগেছে। তারপর বল লাগে তাঁর ব্যাটে। আউট হতে পারে এমনটা ভেবেই ডিআরএস নিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
রিপ্লেতে কী দেখা গেল?
থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো রিপ্লে দেখার পর বলেছিলেন যে বলটি প্রথমে ব্যাটে বা প্যাডে আঘাত করেছিল কিনা তার কোনো চূড়ান্ত প্রমাণ নেই। এমন পরিস্থিতিতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখা হয় এবং মিচেল মার্শ আউট হওয়া থেকে রক্ষা পান। পরে রিপ্লেতে দেখা যায় বল প্রথমে প্যাডে লেগেছে। আর তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
ক্ষুব্ধ বিরাট
আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট কোহলিকে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল। কোহলি অন-ফিল্ড আম্পায়ারকে জিজ্ঞাসা করেছিলেন যে পারথেও একই ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে কেএল রাহুলের বিরুদ্ধেও তখন আল্ট্রা-এজে ২টি স্পাইক ছিল। পারথ টেস্টে ভারতের প্রথম ইনিংসে অন-ফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত উল্টে যায়। যদিও সেখানে কোনো চূড়ান্ত প্রমাণ ছিল না।
দারুণ ব্যাটিং অস্ট্রেলিয়ার
ট্রাভিস হেডের দাপটে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। মহম্মদ সিরাজের ইয়র্কারে বোল্ড হন তিনি। তবে এই ঘটনার আগেই নিজেদের স্কোর ৩০০ পার করে ফেলেছে অজিরা। ফলে সাত উইকেট হারালেও অনেকটাই এগিয়ে প্যাট কামিন্সরা। ভারতীয় দলকে ম্যাচে ফিরতে হলে দারুণ ব্যাট করতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।