Advertisement

India vs Australia 2nd Test: অ্যাডিলেডে ওপেন করবেন রোহিত? টেস্ট শুরুর একদিন আগে সামনে এল নয়া প্ল্যান

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। গোলাপী বলের এই দিবারাত্রির টেস্টে ওপেন নয়, মিডল অর্ডারে খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেক্ষেত্রে ওপেন করবেন কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল। অ্যাডিলেড টেস্টের আগে আজ (৫ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দুজনেই (কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল) ওপেন করবেন এবং তিনি নামবেন মিডল অর্ডারে। 

Rohit Sharma
Aajtak Bangla
  • অ্যাডিলেড,
  • 05 Dec 2024,
  • अपडेटेड 1:12 PM IST

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। গোলাপী বলের এই দিবারাত্রির টেস্টে ওপেন নয়, মিডল অর্ডারে খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেক্ষেত্রে ওপেন করবেন কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল। অ্যাডিলেড টেস্টের আগে আজ (৫ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দুজনেই (কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল) ওপেন করবেন এবং তিনি নামবেন মিডল অর্ডারে। 

ছয় নম্বরে সফল রোহিত
রোহিত শর্মা ওপেন থেকে ছয় নম্বরে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। ২৮ ডিসেম্বর, ২০১৮ এ শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে তিনি শেষবার ছয় নম্বরে ব্যাট করেছিলেন। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ রানের ইনিংস খেলেন। টিম ইন্ডিয়া সেই টেস্ট ম্যাচ জিতেছিল ১৩৭ রানে। ৩৭ বছর বয়সী রোহিত ছয় নম্বরে ১৬ টেস্টে ২৫ ইনিংসে ৫৪.৫৭ গড়ে ১০৩৭ রান করেছেন। ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিও রিয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর ছিল ১৭৭ রান।

কেন মিডল অর্ডারে খেলবেন রোহিত? 
অ্যাডিলেড টেস্টে রোহিত শর্মা প্রত্যাবর্তন করছেন, অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্টের বাইরে থাকা শুভমান গিলেরও খেলা নিশ্চিত। যেহেতু ভারতীয় দল পারথে প্রথম টেস্ট ২৯৫ রানে জিতেছে। সেই ম্যাচে, রোহিতের অনুপস্থিতিতে, কেএল রাহুল ও যশস্বীজয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন। পারথে ওপেনার হিসেবে রাহুল ২৬৩ ও ৭৭ রান করেছিলেন। যেখানে জয়সওয়াল প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এমতাবস্থায় ওপেনিং থেকে রাহুল ও যশস্বীকে সরিয়ে দিলে পাল্টাপাল্টি হতে পারে। এই কারণে রোহিত নিজেই মিডল অর্ডারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

Advertisement

রোহিত শর্মা একেবারেই ভাল ছন্দে নেই। দিন-রাতের টেস্টেও তিনি যদি দ্রুত আউট হয়ে যান সেক্ষেত্রে চাপ বাড়বে গোটা দলের উপরে। সেই পরিস্থিতি এড়াতেই কি মিডল অর্ডারে নামার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন? তা নিয়েও উঠেছে প্রশ্ন।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement