Advertisement

Ravichandran Ashwin: ছেয়ে গেলেন, এবার ৭০০ উইকেটের ক্লাবে অশ্বিন

৩ বলে ২ উইকেট। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বলে লড়াইয়ে ফিরে এল ভারতীয় দল (Team India)। এ দিন নবম ওভার বল করতে এসে শুরুতে মার্নাস লাবুসেনকে (Marnus Labuschagne) আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ভারতের অফস্পিনার।

রবিচন্দ্রন অশ্বিনরবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Feb 2023,
  • अपडेटेड 3:43 PM IST
  • প্রথম শ্রেনির ক্রিকেটে ৭০০ উইকেট অশ্বিনের
  • তিন বলে ২ উইকেট অশ্বিনের

৩ বলে ২ উইকেট। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বলে লড়াইয়ে ফিরে এল ভারতীয় দল (Team India)। এ দিন নবম ওভার বল করতে এসে শুরুতে মার্নাস লাবুসেনকে (Marnus Labuschagne) আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ভারতের অফস্পিনার। এরপর অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথকে (Steve Smith) শূন্য রানে আউট করেন তিনি।  

৭০০ উইকেট অশ্বিনের
প্রথম শ্রেনীর ক্রিকেটে ৭০০ উইকেট নিয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। লাবুসেনকে আউট করে এই কৃতিত্ব গড়েন ভারতের অফস্পিনার। নাগপুর টেস্টেও দারুণ ছন্দে ছিলেন অশ্বিন। মোট আট উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন। দ্বিতীয় টেস্টেও তিন বলে দুটি উইকেট তুলে নেওয়া তারই প্রমাণ। 

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ উইকেট অশ্বিনের
এখনও পর্যন্ত ভারতের এই অফস্পিনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১০০টি উইকেট পেয়েছেন। এর মধ্যে যেমন ঘরের মাঠে দারুণ সাফল্য পেয়েছেন তিনি, ঠিক একই ভাবে অস্ট্রেলিয়ার মাটিতেও তাদের বিরুদ্ধে প্রচুর সাফল্য পেয়েছেন ভারতের অলরাউন্ডার। ২০১১ সালে দিল্লিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় অশ্বিনের। সেই ম্যাচেও সেরা হয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৮১ রানে তিন উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিং-এ দুই নম্বর স্থানে রয়েছেন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকাতেও দুই নম্বরে রয়েছেন তিনি।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তিন উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। মহম্মদ শামি ইতিমধ্যেই পেয়েছেন দু'টি উইকেট। একটি উইকেট পেয়েছেন ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। ২০০ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement