Advertisement

India vs Bangladesh 1st Test, Day 1: ৬ উইকেটে ৩৩৯ রান ভারতের, প্রথম দিনের শেষে চালকের আসনে রোহিতরা

India vs Bangladesh 1st Test, Day 1 LIVE: ভারত ও বাংলাদেশের মধ্যে ২ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ ম্যাচের প্রথম দিন। ব্যাট করতে নেমে ফাস্ট বোলারদের দাপটে চাপে ভারতীয় দল।

রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 19 Sep 2024,
  • अपडेटेड 5:03 PM IST

ভারত ও বাংলাদেশের মধ্যে ২ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ ম্যাচের প্রথম দিন। ব্যাট করতে নেমে ফাস্ট বোলারদের দাপটে চাপে ভারতীয় দল।

সেঞ্চুরি অশ্বিনের

১০৯ বল খেলে ১০০ করে ফেললেন অশ্বিন। জাদেজার সঙ্গে ১৯১ রানের জুটি গড়ে তুললেন তিনি। ৬ উইকেটে ৩৩০ রান ভারতের

৩০০ করে ফেলল ভারত

দারুণ ব্যাটিং ভারতের দুই স্পিনার জুটির। আক্রমণের রাস্তা বেছে নিতেই দ্রুত রান পাচ্ছেন অশ্বিন ও জাদেজা।   

হাফ সেঞ্চুরি জাদেজারও

হাফ সেঞ্চুরি করে ফেললেন রবীন্দ্র জাদেজা। ৬ উইকেটে ২৭২ রান ভারতীয় দলের। 

চেন্নাইয়ে শাসন অশ্বিন-জাদেজার

দারুণ ব্যাটিং অশ্বিন ও জদেজার। অশ্বিনের পর হাফসেঞ্চুরির সামনে জাদেজাও। ১২৮ বলে ১১৪ রানের জুটি গড়ে তুলেছেন দুই স্পিনার। 

২০০ পেরল ভারত

৬ উইকেট হারিয়ে ২০০ পেরিয়ে গেল ভারতীয় দল। উইকেটে টিকে আক্রমণ করছেন অশ্বিন ও জাদেজা। 

৬ উইকেট হারাল ভারত

শর্ট লেগের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কেএল রাহুল। টিম ইন্ডিয়ার প্রাক্তন ভাইস ক্যাপ্টেনের উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। 

ফের উইকেট হারাল ভারত

আউট হলেন জয়সওয়াল। ৫ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। ৫৬ রান করে ফিরছেন টিম ইন্ডিয়ার ওপেনার। 

হাফসেঞ্চুরি জয়সওয়ালের

লড়াই করে হাফসেঞ্চুরি করলেন জয়সওয়াল। চার উইকেট হারিয়ে ১৩০ রান ভারতের। উইকেটে রয়েছেন কেএল রাহুলও। 

১০০ করে ফেলল ভারত

৪ উইকেট হারিয়ে ১০০ পেরল ভারতীয় দল। ৪১ রান করে ফেললেন জয়সওয়াল। উইকেটে টিকে রয়েছেন কেএল রাহুলও।  

Advertisement

ভেঙে গেল পন্ত-জয়সওয়াল জুটি

আউট হলেন পন্ত। ৯৬ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল। একাই চার উইকেট নিয়ে নিলেন হাসান মাহমুদ। বাইরের বল খোঁচা মেরে আউট হলেন ভারতের উইকেট কিপার ব্যাটার।  

৫০ পেরিয়ে গেল ভারত

৩ উইকেট হারিয়ে ৫০ করে ফেলল ভারতীয় দল। ভরসা দিচ্ছেন পন্ত ও জয়সওয়াল। 

হাসান মাহমুদ নেন ৩ উইকেট

৬ রান করার পর হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন বিরাট কোহলি। অনেকদিন পর টেস্ট দলে ফিরছিলেন বিরাট। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। ভারতীয় ইনিংসের প্রথম তিন উইকেট নেন রোহিত (৬), গিল (০), কোহলি (৬) এবং হাসান মাহমুদ।  

শূন্য রানে আউট শুভমান গিল, ক্রিজে কোহলি
বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হন শুভমান গিল। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ আউট হন। এবার ক্রিজে এসেছেন বিরাট কোহলি। চেন্নাইয়ের পিচে, ফাস্ট বোলাররা প্রথম সেশনে অনেক সাহায্য পাচ্ছে বলে মনে হচ্ছে। 

রোহিত শর্মা আউট, শুভমান গিল তিন নম্বরে

টিম ইন্ডিয়াকে প্রথম ধাক্কা দিলেন বাংলাদেশের ফাস্ট বোলার হাসান। আউট রোহিত শর্মা। মাত্র ৬ রান করার পর নাজমুল হাসান শান্তর হাতে স্লিপে ক্যাচ দেন রোহিত। এখন ব্যাট করতে এসেছেন শুভমান গিল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement