Advertisement

India vs Bangladesh: আকাশদীপের DRS সিদ্ধান্তে অবাক রোহিত, যেভাবে শাদমানকে ফেরালেন বাংলার পেসার...

কানপুরে ভারতের (India vs Bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ ছন্দে বাংলার বোলার আকাশদীপ (Akash Deep)। প্রথম সেশনেই দুই উইকেট তুলে নেন তিনি। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) শুরু করলেও উইকেট তুলে নিতে পারছিলেন না। সেই সময়ই বল হাতে পেয়ে উইকেট তুলে নেন আকাশদীপ। আর প্রথম উইকেট নিয়ে আলোচনা শেষ না হওয়ার মধ্যেই দ্বিতীয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। রোহিত শর্মা (Rohit Sharma) খুব আত্মবিশ্বাসের সঙ্গে ডিআরএস নেওয়ার জন্য রাজি করান তিনি। তাতে সফলও হন। আর তারপর হিটম্যানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

Rohit Sharma, Akash DeepRohit Sharma, Akash Deep
Aajtak Bangla
  • কানপুর,
  • 27 Sep 2024,
  • अपडेटेड 2:30 PM IST

কানপুরে ভারতের (India vs Bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ ছন্দে বাংলার বোলার আকাশদীপ (Akash Deep)। প্রথম সেশনেই দুই উইকেট তুলে নেন তিনি। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) শুরু করলেও উইকেট তুলে নিতে পারছিলেন না। সেই সময়ই বল হাতে পেয়ে উইকেট তুলে নেন আকাশদীপ। আর প্রথম উইকেট নিয়ে আলোচনা শেষ না হওয়ার মধ্যেই দ্বিতীয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আকাশ। রোহিত শর্মা (Rohit Sharma) খুব আত্মবিশ্বাসের সঙ্গে ডিআরএস নেওয়ার জন্য রাজি করান তিনি। তাতে সফলও হন। আর তারপর হিটম্যানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

অবাক হয়ে যান রোহিত
শাদমান ইসলামকে এলবিডব্লিউ করেন আকাশ। আম্পায়ার আবেদনে সাড়া দেননি। এরপর আকাশ ক্যাপ্টেন রোহিতকে রিভিউ নেওয়ার জন্য ইঙ্গিত দেন। উইকেটকিপার ঋষভ পন্থ রিভিউ নেওয়ার জন্য খুব একটা আত্মবিশ্বাস দেখাতে পারেননি। তারপরও রোহিত নেন ডিআরএস। তা সফল হতেই রোহিতের চোখ হয় ছানাবড়া। আম্পায়ার আকাশের আবেদনে সাড়া না দেওয়ায় তিনি রোহিতকে বোঝাতে থাকেন ডিআরএস নেওয়ার জন্য। রোহিত এরপর তাড়াতাড়ি ভেবে রিভিউ নিয়ে নেন। কারণ তিনি জানতেন, অন্তত আম্পায়ার্স কল হবে। রিভিউ নষ্ট হবে না। এরপর রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে লাগত। ওই সিদ্ধান্ত দেখে আনন্দে লাফিয়ে ওঠেন রোহিত। সতীর্থদের সামনে খুশিতে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। আর ৩৬ বলে ২৪ রানে আউট হন সাদমান।

প্রথম উইকেট যেভাবে পেয়েছিলেন আকাশ
শাদমানের আগে ২৪ বল খেলে ০ রানে আউট হন জাকির। রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে ফেরান আকাশ। তৃতীয় স্লিপে ক্যাচ নেন যশস্বী। অনেকটাই লো ক্যাচ ছিল। প্রাথমিকভাবে দেখে মনে হতেই পারে ক্যাচটি মাটি ঘেঁষেছে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় তিনি সঠিক ভাবে ক্যাচটি নিয়েছিলেন।

ভারতের হয়ে তৃতীয় উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আউট করেন এই অলরাউন্ডার। অশ্বিনের আর্ম বল বুঝতেই পারেননি শান্ত। ব্যাটে না লেগে বল সোজা গিয়ে তাঁর প্যাডে গিয়ে লাগে। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন। 
   

Advertisement
Read more!
Advertisement
Advertisement