Advertisement

India VS Bangladesh: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের স্লেজিং বাংলাদেশে, পাল্টা দিল ভারত

শনিবার ব্লুমফন্টেইনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup 2024) উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের (India VS Bangladesh) বিরুদ্ধে ভাল শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে এই ম্যাচে ফের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের ব্যবহারে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত ইনিংসের ৭.২ ওভারে আরশিন কুলকার্নি এবং মুশির খানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই সময়ই ঘটে এই ঘটনা। 

ভার‍ত-বাংলাদেশ
Aajtak Bangla
  • ব্লুমফন্টেইন,
  • 20 Jan 2024,
  • अपडेटेड 6:20 PM IST
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে নামল ভারত-বাংলাদেশ
  • সেই ম্যাচেই ঘটল এমন ঘটনা

শনিবার ব্লুমফন্টেইনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup 2024) উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের (India VS Bangladesh) বিরুদ্ধে ভাল শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। তবে এই ম্যাচে ফের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের ব্যবহারে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত ইনিংসের ৭.২ ওভারে আরশিন কুলকার্নি এবং মুশির খানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই সময়ই ঘটে এই ঘটনা। 

কী ঘটেছিল?
ভারতীয় দলের ক্যাপ্টেন উদয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশের মাহফুজুর রহমান রাবি। আম্পায়ার যদিও তাদের আলাদা করে দেন। পাশাপাশি দুই ক্রিকেটারকেই ডেকে সতর্কও করেন আম্পায়াররা। তবে এখানেই শেষ নয়, ভারতীয় ব্যাটার আরাফিলকে আউট করে বাংলাদেশ বোলার মারুফ বিশ্রী অঙ্গভঙ্গি করেন। সেখানে দেখা যায় ভারতীয় ব্যাটার আরাফিলকে তিনি ড্রেসিংরুমের দিকে যেতে নির্দেশ দেন। হাত দেখিয়ে তিনি এই নির্দেশ দেন। এই নিয়েই এখন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া।


  
ভারতীয় দল বড় রান করলেও, শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। ৩১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। আদর্শ সিং ৭৬ রানে আউট হন। তবে তাঁর আগে তিনি সাহারানের সঙ্গে জুটি গড়ে তৃতীয় উইকেটে ১১৬ রান যোগ করে। তাদের এই পার্টনারশিপের সময় ভারতীয় অধিনায়ক উদয়ের আরিফুল ইসলাম ও বাংলাদেশী ক্রিকেটার মাহফুজুর রহমান রাবির সঙ্গে ঝামেলা হয়।

ভারতের অনূর্ধ্ব ১৯ প্লেয়িং ইলেভেন: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (ক্যাপ্টেন), সচিন ধস , প্রিয়াংশু মোলিয়া , আরাভেলি অবনীশ (উইকেটরক্ষক), মুরুগান অভিষেক , আরাধ্যা শুক্লা , রাজ লিম্বানি , নমন তিওয়ারি।

বাংলাদেশ প্লেয়িং ইলেভেন: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম , চৌধুরী মহম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মহম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাবি (ক্যাপ্টেন), শেখ পাভেজ জীবন, রোহানাত দৌল্লা বরসন, মহম্মদ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা। .

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement