Advertisement

India VS England 1st Test: ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে লজ্জার রেকর্ড, কী করলেন স্টোকসরা?

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই বড় ভুল করে বসল ইংল্যান্ড দল (India VS England)। টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। মাত্র ২৪৬ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় তাদের। এরপর বল করতে নেমে ১৪ ওভারের মধ্যেই তিনটি রিভিউ নিয়ে নেন স্টোকসরা। তিনবারই ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। ফলে ৮০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। 

বেন স্টোকস ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 26 Jan 2024,
  • अपडेटेड 4:42 PM IST
  • লজ্জার রেকর্ড ইংল্যান্ডের
  • ৩ ডিআরএস দ্রুত হারালেন স্টোকসরা

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই বড় ভুল করে বসল ইংল্যান্ড দল (India VS England)। টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। মাত্র ২৪৬ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় তাদের। এরপর বল করতে নেমে ১৪ ওভারের মধ্যেই তিনটি রিভিউ নিয়ে নেন স্টোকসরা। তিনবারই ভুল সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। ফলে ৮০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। 

টেস্টে প্রত্যেকটি দলই তিনটি করে রিভিউ পেয়ে থাকে। কিন্তু বোলিং করার সময় মাত্র ১৩.২ ওভারেই তিনটি রিভিউ নিয়ে নেয় ইংল্যান্ড। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে।  ২০২০ সালে ঘটেছিল এই ঘটনা। তো আবার ইংল্যান্ডের বিপক্ষেই। সেই ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ১৬.১ ওভারের মধ্যেই তিনটি ডিআরএস নিয়ে নেন। ব্যাট করতে নেমে বাজবল স্টাইলে খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ফিরে যান দ্রুত। কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে জয়সওয়াল। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২৭ রানে পিছিয়ে ছিল ভারত। ভারতের ব্যাটিং দেখে হতাশ হয়ে পড়েন ব্রিটিশ ক্রিকেটাররা। 

যদিও, প্রথম ইনিংসে বেন স্টোকস ছাড়া সেভাবে কোনও ইংলিশ ব্যাটসম্যানই ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। জো রুট, বেন ডাকেট, জনি বেয়ারস্টো কেউই সেভাবে স্টোকসকে সঙ্গ দিতে পারেননি। স্টোকস একাই ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তাঁর এই লড়াই। বুমরা তাঁকে সাজঘরে ফেরান।

ভারতীয় দল ব্যাট করতে নেমে ভাল শুরু করে। রোহিত শর্মা ২৪ রান করে আউট হলেও জয়সওয়াল ৮০ রান করে ফেরেন। ভাল ছন্দে ছিলেন কেএল রাহুল। ১২৩ বল খেলে ৮৬ রান করে আউট হন। সেঞ্চুরি করতে পারেননি তিনি। টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে প্রথম ইনিংসেই বড় রান করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেওয়া। টিম ইন্ডিয়া চাইবে বড় লিড নিয়ে নিতে যাতে তাদের আর চতুর্থ ইনিংসে ব্যাটই করতে না হয়। কারণ হায়দরাবাদে প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করে দিয়েছে। ফলে শেষ ইনিংসে এই উইকেটে ব্যাট করা একেবারেই সহজ হবে না। সেই কথা মাথায় রেখেই এমনটা করতে চাইছে ভারত। 

Advertisement

ভারতের একাদশ; রোহিত শর্মা(অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত(উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ। 

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস(অধিনায়ক), বেন ফোকস(উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement