Advertisement

India VS England 2nd Test Day 4: ১০৬ রানে ইংল্যান্ডকে হারাল ভারত, সিরিজে সমতা ফেরালেন রোহিতরা

চতুর্থ দিনের শুরুতেই দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার সামনে বিরাট সুযোগ সিরিজে সমতা ফেরানোর। এই টেস্টে তা হয় কিনা সেটাই দেখার।

দারুণ ছন্দে অশ্বিন
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 05 Feb 2024,
  • अपडेटेड 2:18 PM IST

চতুর্থ দিনের শুরুতেই দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার সামনে বিরাট সুযোগ সিরিজে সমতা ফেরানোর। এই টেস্টে তা হয় কিনা সেটাই দেখার। 

জিতে গেল ভারত

বুমরার বলে বোল্ড হার্টলে। ১০৬ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। সিরিজে সমতা ফেরালেন রোহিতরা। ২৯২ রানে সব উইকেট হারাল ইংল্যান্ড। 

৯ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড

এবার উইকেট মুকেশ কুমারের। কোনা ভারতের হাতে ক্যাচ দিয়ে আউট শোয়েব বসির। 

আউট বেন ফোকস

নিজের বলেই ক্যাচ ধরলেন জসপ্রীত বুমরা। আউট হলেন বেন ফোকস। ৩৬ রান করে আউট ইংল্যান্ড উইকেটকিপার। ২৭৫ রানে আট উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। 

২৫০ পেরিয়ে গেল ইংল্যান্ড

সাত উইকেট হারিয়ে ২৫০ পেরল ইংল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করে ফেলল তারা। 

সাত উইকেট হারাল ইংল্যান্ড

এবার রান আউট হলেন বেন স্টোকস। সাত উইকেট হারিয়ে ম্যাচ হারের মুখে ইংল্যান্ড। ২২০ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড। 

২০০ পেরিয়ে গেল ইংল্যান্ড

৬ উইকেট হারিয়ে ২০০ করে ফেলল ইংল্যান্ড। উইকেটে বেন ফোকস ও ক্যাপ্টেন বেন স্টোকস। 

৬ উইকেট হারাল ইংল্যান্ড

এবার আউট বেয়ারস্টোও। বুমরার বলে আউট বেয়ারস্টো। লেগ বিফোর করলেন জসপ্রীত বুমরা। চার উইকেট দরকার ভারতের।  

অর্ধেক ইংল্যান্ড ক্রিকেটার প্যাভেলিয়ানে

৫ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। আউট জ্যাক ক্রলিও। উইকেট নিলেন কুলদীপ যাদব। ১৯৪ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। 

৪৯৯ উইকেট অশ্বিনের

জো রুটকে আউট ইতিহাসের সামনে অশ্বিন। ভারতের টেস্ট দলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন এই অফ স্পিনার। ৪৯৯ উইকেট নিয়ে ফেললেন তিনি।   

Advertisement

জো রুটের উইকেট পেয়ে গেল টিম ইন্ডিয়া

আউট হলেন জো রুটও। ভারতের স্পিনের ধাক্কায় বেসামাল ইংল্যান্ড। ১৬ রান করে আউট রুট। ১৫৪ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। 

১৫০ পেরল ইংল্যান্ড

৩ উইকেট হারিয়েও ১৫০ পেরিয়ে গেল ইংল্যান্ড। ভারতের রান তাড়া করতে একটা বড় পার্টনারশিপ দরকার তাদের। 

বড় ধাক্কা ইংল্যান্ডের

বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড আউট প্রথম ম্যাচের নায়ক অলি পোপ। ১৩২ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।

দিনের শুরুতে আউট রেহান

ইংল্যান্ডকে ৩৯৯ রানের টার্গেট দিয়েছে ভারত। ইংল্যান্ড এখন পর্যন্ত ৪ উইকেটে দেড়শর বেশি রান করেছে। ক্রিজে দাঁড়িয়ে আছেন জ্যাক ক্রাউলি ও জনি বেয়ারস্টো। খেলার তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে, যখন বেন ডাকেটের হাতে ক্যাচ দেন স্পিনার আর. অশ্বিনের স্পিনে ধরা পড়েন। এরপর চতুর্থ দিনে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান নাইটওয়াচম্যান রেহান আহমেদ। অক্ষর প্যাটেল তাকে তার স্পিনে আটকে দেন এবং তাকে ২৩ রানে আউট করেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement