Advertisement

India VS England: বাবা লড়েছিলেন কার্গিলে, রাঁচিতেও ক্রিকেট 'যুদ্ধে' ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচালেন জুরেল

তৃতীয় টেস্টে রাজকোটে ভারতীয় দলে অভিষেক হয় ধ্রুভ জুরেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ভারতীয় দল জিতে নিলেও ৪৬ রান করে আউট হতে হয় উইকেট কিপার ব্যাটারকে। তবে জুরেল ভালভাবেই যানতেন, ভাল কিছু করে দেখাতে না পারলে দলে জায়গা ধরে রাখা বেশ কঠিন হবে। ঋষভ পন্ত সুস্থ হয়ে আইপিএল-এ ফিরছেন। পাশাপাশি কেএল রাহুলও চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। সেই কারণেই রাঁচিতে জ্বলে উঠলেন তিনি। সাত উইকেট হারিয়ে ১৭৭ রানে ধুঁকছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে জুরেল দলকে ভাল জায়গায় নিয়ে যান।

ধ্রুব জুরেল
Aajtak Bangla
  • রাঁচি,
  • 25 Feb 2024,
  • अपडेटेड 12:36 PM IST

তৃতীয় টেস্টে রাজকোটে ভারতীয় দলে অভিষেক হয় ধ্রুভ জুরেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ভারতীয় দল জিতে নিলেও ৪৬ রান করে আউট হতে হয় উইকেট কিপার ব্যাটারকে। তবে জুরেল ভালভাবেই যানতেন, ভাল কিছু করে দেখাতে না পারলে দলে জায়গা ধরে রাখা বেশ কঠিন হবে। ঋষভ পন্ত সুস্থ হয়ে আইপিএল-এ ফিরছেন। পাশাপাশি কেএল রাহুলও চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। সেই কারণেই রাঁচিতে জ্বলে উঠলেন তিনি। সাত উইকেট হারিয়ে ১৭৭ রানে ধুঁকছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে জুরেল দলকে ভাল জায়গায় নিয়ে যান।

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার নেম সিংহ। ছেলের আন্তর্জাতিক মঞ্চে অভিষেক দেখে যিনি আপ্লুত। তবে রবিবার ৯০ রান করে তিনি আউট হতেই শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। বাবা নেম সিংহ কার্গিল যুদ্ধে লড়াই করেছেন। ফলে লড়াই তাঁর রক্তে। ইংল্যান্ড প্রথম ইনিংসে এগিয়ে ৪৬ রানে। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিলেন শোয়েব বশির। রাঁচি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল ছাড়া যেখানে আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি, সেখানে ম্যাচের তৃতীয়দিন হাফসেঞ্চুরি করে ফেললেন ধ্রুব জুরেল। তবে সবথেকে বড় কথা, এমন একটা জায়গা থেকে তিনি দলের হাল ধরেছিলেন যখন ভারতীয় ক্রিকেট শিবিরে অক্সিজেন প্রায় শেষই হয়ে গিয়েছিল। ধ্রুব'র এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। 

দিনের শুরুতে কুলদীপের সঙ্গে ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। সেইসময় তিনি ৩০ রানে ব্যাট করছিলেন। অন্যদিকে কুলদীপ ১৭ রানে। এই পরিস্থিতি থেকে রবিবার টিম ইন্ডিয়ার রানের চাকা ঘুরতে শুরু করে। ১৩৮ বলে তাঁদের দুজনের মধ্যে ৫০ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। ৮০ ওভারের মাথায় নতুন বল নেয় ইংল্যান্ড। জুরেলকে আউট করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছিলেন অ্যান্ডারসনরা। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। অবশেষে ৯৬ বলে নিজের কেরিয়ারে প্রথম হাফসেঞ্চুরি করেন ধ্রুব জুরেল। তখনও অবধি তিনটে এবং একটি ছক্কা মারেন তিনি। তবে হাফসেঞ্চুরি করার পরেই চালিয়ে খেলতে শুরু করেন জুরেল। ৯০ রান করে তিনি যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ছ'টা চার ও চারটে ছক্কা।

Advertisement

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় উইকেট কিপার ব্যাটারদের মধ্যে ৯০ রানে আউট হওয়ার ঘটনা কম নেই। সেই তালিকায় ঋষভ পন্ত যেমন রয়েছেন, ঠিক একই ভাবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement