Advertisement

India VS England 3rd Test Day 2: ODI মেজাজে সেঞ্চুরি করে অপরাজিত ডাকেট, বড় রানের পথে ইংল্যান্ডও

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম দিনেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। ৫ টেস্ট ম্যাচের সিরিজে দুই দলই ১টি করে ম্যাচ জিতেছে। রাজকোটের এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • রাজকোট,
  • 16 Feb 2024,
  • अपडेटेड 5:17 PM IST

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম দিনেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। ৫ টেস্ট ম্যাচের সিরিজে দুই দলই ১টি করে ম্যাচ জিতেছে। রাজকোটের এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই। 

শেষ দ্বিতীয় দিনের খেলা

দ্বিতীয় দিনের শেষে ২০৭ রান করল ইংল্যান্ড। হাতে এখনো আট উইকেট। 
উইকেট নিলেন সিরাজ

 উইকেট পেয়ে গেলেন সিরাজ। ১৮২ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।  

হাফ সেঞ্চুরি বেন ডাকেটের

দারুণ ইনিংস বেন ডাকেটের। ১০০ পেরল ইংল্যান্ড। ১ উইকেটে ১০৯ রান ইংল্যান্ডের।  

আউট হলেন ক্রলি

৮৯ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ১৫ রান করে আউট জ্যাক ক্রলি। ৫০০ উইকেট অশ্বিনের। 

৪৪৫ রানে সব উইকেট হারাল ভারত

২৬ রান করে আউট বুমরা। মার্ক উডের বলে লেগ বিফোর হলেন ভারতের ফাস্ট বোলার। 

আবারও উইকেট হারাল ভারত

৪৬ রান করে আউট ধ্রুব জুড়েল। রেহান আহমেদের বলে বেন ফোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের উইকেটকিপার ব্যাটার। 

আউট অশ্বিন

৪০৮ রানে ৮ উইকেট হারাল ভারতীয় দল। আউট হলেন অশ্বিন। 

৪০০ পেরল টিম ইন্ডিয়া

সাত উইকেট হারিয়ে ৪০০ রান করে ফেলল ভারতীয় দল। 

পাঁচ রান পেনাল্টি টিম ইন্ডিয়ার

ভারতীয় দলের পাঁচ রান পেনাল্টি হল। কারণ পিচের ডেঞ্জার জোন দিয়ে হাঁটা বা দৌড়ানো যায় না। সেক্ষেত্রে প্রথমে আম্পায়ার সতর্ক করেন ব্যাটার বা বোলারকে। ফের একই অপরাধ করলে ৫ রান পেনাল্টি হয়। 

আউট রবীন্দ্র জাদেজাও

Advertisement

কুলদীপের আউটের পর রবীন্দ্র জাদেজাও জো রুটের হাতে কট অ্যান্ড বোল্ড হন। ২২৫ বলে ১১২ রানের ইনিংস খেলেন জাদেজা। ৭০তম ওভারের চতুর্থ বলে কুলদীপ আউট হওয়ার পর, জাদেজা ৯১ তম ওভারের পঞ্চম বলে আউট হন।

দিনের শুরুতেই উইকেট হারাল ভারত

দ্বিতীয় দিনে আউট হন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব। জেমস অ্যান্ডারসনের বলে আউট হন তিনি। কুলদীপের ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক জেমস ফক্সের গ্লাভসে চলে যায়। ২৪ বল খেলে ৪ রান করেন তিনি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement