Advertisement

India vs New Zealand 1st Test 3rd Day: দিনের শেষ বলে আউট বিরাটের, ৩ উইকেটে ২৩১ রান ভারতের

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে চলছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ (১৮ অক্টোবর) ম্যাচের তৃতীয় দিন। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এখন প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড দল।

সরফরাজ খান ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 5:18 PM IST

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে চলছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ (১৮ অক্টোবর) ম্যাচের তৃতীয় দিন। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। এখন ব্যাট করছে নিউজিল্যান্ড দল। ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারি নিউজিল্যান্ড। 

দারুণ ছন্দে সরফরাজ ও বিরাট

বিরাট কোহলি ও সরফরাজ খান দুই জনই হাফ সেঞ্চুরি করে ফেললেন। ভারতীয় দলকে আশা দিচ্ছেন দুই ব্যাটার। মাত্র ১৪৫ বলে ১৩৩ রানের জুটি গড়ে ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটার। তিন নম্বরে নেমে ফের রান পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন। 

আউট রোহিত

হাফসেঞ্চুরি করে আউট রোহিত। প্লেড অন হলেন ক্যাপ্টেন। ৫২ রান করে আউট হলেন রোহিত। 

দারুণ হাফ সেঞ্চুরি রোহিতের

দারুণ ব্যাটিং টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের। 

আউট জয়সওয়াল

আউট যশশ্বী জয়সওয়াল। ৩৫ রানে স্টাম্প আউট হলেন জয়সওয়াল। ৭২ রানে এক উইকেট হারাল ভারত।

নিউজিল্যান্ড এগিয়ে ৩৫৬ রানে

৪০২ রানে শেষ নিউজিল্যান্দের ইনিংস। দারুণ ব্যাটিং রাচিন রবীন্দ্রর। তিন উইকেট পেলেন কুলদীপ। 

আট উইকেট হারাল নিউজিল্যান্ড

ভাঙল বড় পার্টনারশিপ। ৩৭০ রানে আট উইকেট হারাল নিউজিল্যান্ড। উইকেট নিলেন মহম্মদ সিরাজ। বড় লিড নিয়ে ফেলেছে কিউয়িরা।   

সাত উইকেট হারাল নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম ও ডেন্ডন কনওয়ে প্রথম উইকেটে ৬৭ রান যোগ করেন। ল্যাথামকে এলবিডব্লিউ আউট করে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ১৩ রান করে আউট হন ল্যাথাম। এরপর কনওয়ে ও উইল ইয়ং (৩৩ রান) একসঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন। কুলদীপ যাদবের হাতে ইয়াংকে আউট করেন রবীন্দ্র জাদেজা।

Advertisement

পর পর উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড

এরপর, ডেভান কনওয়েকে আউট করে ভারতীয় দল। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বলে বোল্ড হন কনওয়ে। কনওয়ে ১০৫ বল খেলে ৯১ রান করে আউট হন। যার মধ্যে ১১ টি চার ও তিনটি ছক্কা ছিল। কনওয়ের আউটের সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৫৪/৩ রান। এরপর খেলার দ্বিতীয় দিনে কিউই দলকে আর কোনো ক্ষতি হতে দেননি ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। তৃতীয় দিনের খেলা শুরু হলে নিউজিল্যান্ডকে চতুর্থ ধাক্কা দেন মহম্মদ সিরাজ। তিনি ড্যারিল মিচেলকে (১৮) আউট করেন তিনি। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ আউট হন। এর কিছুক্ষণ পর উইকেটরক্ষক টম ব্রান্ডেল (৫) পঞ্চম উইকেটে ৫ রান করার পর ২০৪ রানে আউট হন। এরপর জাদেজার স্পিনে গ্লেন ফিলিপসকে (১৪) ক্লিন বোল্ড করেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement