Advertisement

India vs New Zealand 2nd Test Day1: ২৫৯ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস, শেষ বেলায় আউট রোহিত

চা বিরতির পরেই একে একে সব উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। সাত উইকেট একাই তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। পুনের পিচে বাকি তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিন। দারুণ ছন্দে ভারতের স্পিনাররা। তবে তার মধ্যেই কিছু ভাল পার্টনারশিপের জন্য কিছুটা সম্মানজনক জায়গায় কিয়ুইরা।

টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • পুনে,
  • 24 Oct 2024,
  • अपडेटेड 4:46 PM IST

চা বিরতির পরেই একে একে সব উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড। সাত উইকেট একাই তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। পুনের পিচে বাকি তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিন। দারুণ ছন্দে ভারতের স্পিনাররা। তবে তার মধ্যেই কিছু ভাল পার্টনারশিপের জন্য কিছুটা সম্মানজনক জায়গায় কিয়ুইরা। 

রান না করেই আউট রোহিত

দুর্দান্ত বল টিম সাউদির। ১ রানেই প্রথম উইকেট হারাল ভারতীয় দল। বোল্ড হলেন ভারত অধিনায়ক। দারুণ স্যুইং বল ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে।  

সাত উইকেট নিলেন ওয়াশিংটন

২৫৯ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস, সাত উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে একাই শেষ করলেন স্পিনার ওয়াশিংটন। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান রাচিন রবীন্দ্রর। ৬৫ রান করেন তিনি। 

পরপর উইকেট তুলে নিলেন ওয়াশিংটন

সুযোগ পেতেই ৬ উইকেট তুলে ইলেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারিয়ে ২৫২ রান নিউজিল্যান্ডের। 

পাঁচ উইকেট হারাল নিউজিল্যান্ড

ফের উইকেট ওয়াশিংটনের। আউট হলেন ব্লান্ডেল। চা বিরতির আগে শেষ বলে পড়ল উইকেট। 

আউট রাচিন রবীন্দ্র

৬৫ রান করে আউট রাচিন রবীন্দ্র। উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। ভাঙল বড় পার্টারশিপ। 

হাফ সেঞ্চুরি রবীন্দ্রর

প্রথম টেস্টে শতরানের পর দ্বিতীয় টেস্টেও হাফ সেঞ্চুরি করে ফেললেন রাচিন রবীন্দ্র। ৩ উইকেটে ১৯১ রান নিউজিল্যান্ডের।   

আউট কনওয়ে

৭৬ রান করে আউট কনওয়ে। ফের উইকেট অশ্বিনের। ১৩৮ রানে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড। 

কনওয়ের হাফসেঞ্চুরি

দারুণ ৫০ করলেন ডেভন কনওয়ে। ২ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল নিউজিল্যান্ড।  

আউট উইল ইয়ং 

ফের উইকেট পেলেন অশ্বিন। কট বিহান্ড হয়ে ফিরে যেতে হল ইয়ংকে। রিভিউ নিয়ে উইকেট তুলে নিল ভারতীয় দল। 

Advertisement

৫০ পেরল নিউজিল্যান্ড

লড়াই চালাচ্ছেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। স্পিন সহায়ক উইকেটে রান করতে কিছুটা সস্যায় কিউয়িরা। তবে উইকেট কামড়ে রয়েছেন দুই ব্যাটার।

প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড

প্রথম ওভার বল করতে এসেই ওপেনিং জুটি ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩২ রানের মাথায় উইকেট হারাল নিউজিল্যান্ড। আউট হলেন টম ল্যাথাম। 

ভারতীয় দলে একাধিক বদল

ভারতীয় দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদব। এই তিনজনের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন আকাশ দীপ, শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর।  

পরিবর্তন করেছে নিউজিল্যান্ডও

নিউজিল্যান্ড দলও বদল করেছে। ম্যাট হেনরির জায়গায় মিচেল স্যান্টনারকে নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement