Advertisement

India vs New Zealand 3rd ODI: ICC র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ওঠার সুযোগ টিম ইন্ডিয়ার, দলে আসছেন রজত?

আজ নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। তবে এই সিরিজে ক্লিন সুইপ করতে পারলে, অর্থাৎ তৃতীয় ম্যাচও জিততে পারলে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে সিরিজ জিতে যাওয়ায়, দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jan 2023,
  • अपडेटेड 9:16 PM IST
  • অভিষেক হতে পারে রজত পাতিদারের
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত

আজ নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। তবে এই সিরিজে ক্লিন সুইপ করতে পারলে, অর্থাৎ তৃতীয় ম্যাচও জিততে পারলে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে সিরিজ জিতে যাওয়ায়, দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন শুভমন গিল। প্রথম একদিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন ভারতের এই ওপেনার। অন্যদিকে দীর্ঘদিন সেঞ্চুরি না পেলেও, দ্বিতীয় একদিনের ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ম্যাচেও বড় রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন ভারত অধিনায়ক। কারণ এই বছরেই একদিনের বিশ্বকাপ রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বড় রান পাননি বিরাট কোহলি। তাই দলে থাকতে পারেন তিনিও।

আরও পড়ুন

ডেবিউ হতে পারে রজত পাতিদারের

টি-টোয়েন্টি ক্রিকেটে নম্বর-১ ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের থেকে দারুণ কিছু ইনিংস আশা করেছিলেন ভারতের ক্রিকেট ভক্তরা। তবে প্রথম দুই ম্যাচে ভাল কিছু করতে পারেননি তিনি। হার্দিক পান্ডিয়াও মিডল অর্ডারে সেভাবে রান করতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা রজত পতিদারও রয়েছেন দলে। টিম ম্যানেজমেন্ট রজতকে সুযোগ দিতে পারে তৃতীয় ম্যাচে। 

রজত পাতিদার

বোলিং বিভাগে পরিবর্তন হতে পারে

মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের জায়গায় ফাস্ট বোলার উমরান মালিক সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। স্পিন বোলিং বিভাগে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল সুযোগ পেতে পারেন। তবে কুলদীপ যাদবকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। কারণ চায়নাম্যান বোলার ভারতের হয়ে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করেছেন। ওয়াশিংটন সুন্দরও প্লেয়িং-১১ এ থাকবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

ভারতের সম্ভাব্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

নিউজিল্যান্ডের সম্ভাব্য দল: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (c/wk), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।

Read more!
Advertisement
Advertisement