বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যেই থমকে গিয়েছে বৃষ্টির জেরে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে প্রথম দিন একটুও খেলা হয়নি সাউদাম্পটনে। দ্বিতীয় দিনও পুরো খেলা হয়নি। তৃতীয় দিনও বৃষ্টির ব্যাপারটা একইরকম কাজ করেছে। সঙ্গে চতুর্থ দিনও ভেস্তে গিয়েছে এই বৃষ্টির কারণে। তবে পঞ্চম দিনে ঠিক সময়েই শুরু না হলেও খেলা হতে পারে পঞ্চম দিনে। একটু দেরি করে হলেও পঞ্চম দিনে খেলা শুরু হওয়ার কথা রয়ছে। সেভাবে মাঠে কাজ চালাচ্ছেন মাঠ কর্মীরা। তবে সাউদাম্পটনে সকালে পুরোপুরি বৃষ্টি কমে গেলেও ফের একবার বৃষ্টি হচ্ছে সাউদাম্পটনে।
তবে এই ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে ধীরে-ধীরে। এখনও পর্যন্ত ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হয়েছে। বাকি রয়েছে নিউজিল্যান্ড দলের প্রথম ইনিংস। তিন ইনিংস মাত্র দুদিনে কী করে খেলা শেষ হবে সেটাই এখন দেখার।
তবে বৃষ্টির কারণে পুরো বিষয়টাই শেষ হয়ে যাবে বলেই মনে হচ্ছে সাউদাম্পটনের মাঠে। কারণ চতুর্থ দিন পুরোপুরি বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস। একই সঙ্গে খেলার পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। ফলে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি বলতে চাইছেন এই ম্যাচে যুগ্ম বিজয়ীর কোনও মানেই হয় না। তাহলে দুবছরের এই পরিশ্রম কোনও কাজেই লাগবে না।
তবে বৃষ্টি হলেও দুই দলের ক্রিকেটাররাই মাঠে নামার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। তৈরি হচ্ছেন বিরাট কোহলিরাও। মঙ্গলবার প্রথমেই নিউজিল্যান্ড দলকে টেক্কা দিতে পারলেই ষষ্ঠ দিন অর্থাত রিজার্ভ ডে-র দিন বেশ খানিকটা ম্যাচের একটি ফলাফল হওয়ার সম্ভাবনা থাকবে। উইলিয়ামসনদের আরও ১০০ রানের মধ্যে অলআউট করে ভারতীয় দল কিছু রান করলে ষষ্ঠ দিনে খেলা যাওয়ার সম্ভাবনা আছে। তবে ৬০ শতাংশই ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে। তবে ক্রিকেট খেলা নিয়ে আগে থেকে কিছু বলা খুবই কঠিন কাজ।