Advertisement

India vs Pakistan : T20 বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান! ম্যাচ কবে?

আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ওই দিন রবিবার। সেক্ষেত্রে দীর্ঘদিন পর কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান (India Pakistan Match) দ্বৈরথের সুপার সানডে পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও আইসিসির তরফে এখনও পর্যন্ত বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ তালিকা প্রকাশ করা হয়নি। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ একপ্রকার নিশ্চিত।

টি ২০ বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2021,
  • अपडेटेड 2:23 PM IST
  • মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
  • টি ২০ বিশ্বকাপে দু'দলের ম্যাচ
  • ২৪ অক্টোবর হতে পারে খেলা

অলিম্পিক উন্মাদনার মাঝেই ভারত-পাকিস্তান ক্রিকেটের বড় খবর। আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ওই দিন রবিবার। সেক্ষেত্রে দীর্ঘদিন পর কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান (India Pakistan Match) দ্বৈরথের সুপার সানডে পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও আইসিসির তরফে এখনও পর্যন্ত বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ তালিকা প্রকাশ করা হয়নি। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ একপ্রকার নিশ্চিত। 

প্রসঙ্গত গত মাসেই আইসিসির তরফে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করা হয়। গ্রুপ ২-এর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান। তাছাড়াও এই গ্রুপে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এছাড়া কোয়ালিফায়ার গ্রুপ থেকেও ২টি দল এই গ্রুপে যুক্ত হবে।  এই বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি২০ ওয়ার্ল্ড কাপ। 

টি ২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

এইবছর টি২০ ওয়ার্ল্ড কাপ ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেক্ষেত্রে এই বছর,  ইউএই ও ওমানে আয়োজিত হচ্ছে টি২০ ওয়ার্ল্ড কাপ। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement