তৃতীয় দিনে রানের পাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলকে দ্রুত চারটি উইকেট তুলে নিতে হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে দ্রুত রান তুলে ভারতের উপর চাপ আরও বাড়ানো।
ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা
বড় শট খেলতে গিয়ে আউট বিরাট। শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ইনিংস ও ৩২ রানে হেরে গেল ভারতীয় দল। যদিও শেষ অবধি লড়াই চালিয়েছিলেন বিরাট। সঙ্গীর অভাবে সেঞ্চুরিও করতে পারলেন না তিনি। ৮২ বলে ৭৬ রান করে আউট হলেন বিরাট।
রান আউট হলেন বুমরা
দুই রান নিতে গিয়ে এবার আউট হলেন বুমরাও। ১১৩ রানে আট উইকেট হারাল ভারতীয় দল। এখনও ইনিংসে হারের থেকে ৫০ রান দূরে ভারতীয় দল।
ফের উইকেট রাবাডার
আউট হলেন শার্দূল ঠাকুর। ১০৫ রানে ৭ উইকেট হারাল ভারত। ইনিংসে হার বাঁচাতে ৫৮ রান দরকার ভারতের।
হাফ সেঞ্চুরি বিরাটের
চার মেরে হাফ সেঞ্চুরি বিরাট কোহলির। ১০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। ৬ উইকেট হারিয়ে ১০২ রান ভারতের। এখনও ৬১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
দুই বলে দুই উইকেট বার্গারের
রাহুলের পরেই বড় শট খেলতে গিয়ে আউট রবিচন্দ্রন অশ্বিন। ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল।
আউট রাহুলও
৯৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। ইনিংসে হারের থেকে এখনও ৬৭ রান দূরে ভারত। হাতে মাত্র ৫ উইকেট।
আবার উইকেট হারাল ভারত
৭২ রানে ৪ উইকেট হারাল ভারত। আউট হলেন শ্রেয়াস আইয়ার। এখনও ৯১ রানে পিছিয়ে ভারতীয় দল।
আউট হলেন গিলও
বোল্ড গিল। উইকেট নিলেন জ্যানসন। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। এখনও ১১১ রানে পিছিয়ে ভারত।
আবার উইকেট হারাল টিম ইন্ডিয়া
বার্গারের বলে আউট জয়সওয়াল। ১৩ রানে ২ উইকেট হারাল ভারত। এখনও ১৫০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ইনিংসেও দারুণ ছন্দে রাবাডা
৫ রানেই প্রথম উইকেট হারাল ভারতীয় দল। বোল্ড হলেন রোহিত শর্মা।
শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস
চার উইকেট নিলেন বুমরা। ৪০৮ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
আউট রাবাডাও
১ রান করে আউট হয়ে ফিরলেন রাবাডা। বোল্ড হলেন বুমরা।
উইকেট পেলেন অশ্বিন
সাত উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। আউট হলেন কর্টজে। কিছু বড় শট খেললেও সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
আউট এলগার
শার্দূলের বলে এল উইকেট। ২০০ করতে পারলেন না এলগার। ১৮৫ রান করে শার্দূলের শর্ট বলে আউট হলেন তিনি। দারুণ ইনিংস দক্ষিণ আফ্রিকার ওপেনারের।
হাফ সেঞ্চুরি জ্যানসনেরও
দারুণ ছন্দে জ্যানসন। হাফ সেঞ্চুরি করে ফেললেন অলরাউন্ডার।
৩০০ পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
শুধু এলগার নন, রান করে যাচ্ছেন মার্কো জ্যানসনও। ফলে দ্রুত এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার রান।
১৫০ করে ফেললেন এলগার
থামতেই চাইছেন না এলগার। ১৫০ করে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।
বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
পাঁচ উইকেট হারালেও, জ্যানসন ব্যাট করতে পারেন। ফলে এলগারের পাশাপাশি তিনি ভরসা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে। ইতিমধ্যেই ২০ রানের লিড নিয়ে নিয়েছে প্রোটিয়ারা। তাঁদের রান ৫ উইকেটে ১৬৫।
১৫০-র কাছাকাছি এলগার
দারুণ ছন্দে এলগার। ভারতের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে ওঠেন তিনি। ১৪২ রানে অপরাজিত এলগার। ৫ উইকেটে ২৬৫ রান দক্ষিণ আফ্রিকার।
শুরু হল তৃতীয় দিনের খেলা
বৃষ্টি গত দুইদিন সমস্যা করলেও, তৃতীয় দিনে সেঞ্চুরিয়ানের আকাশ বেশ পরিস্কার। ফলে ম্যাচ চলবে পুরোদমে। এমনটাই আশা করা যায়।