Advertisement

India vs South Africa 2nd T20I: IPL-এ রিঙ্কুর কাছে খেয়েছিলেন ৫ ছক্কা, দঃআফ্রিকার বিরুদ্ধে সেই বোলারকেই খেলাবে ভারত?

ডারবানে প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ভারতীয় দল হারিয়ে দিয়েছে। এবার ঘরের মাঠে ফিরে আসার লড়াই চালাবে দক্ষিণ আফ্রিকা। আর সূর্যকুমার যাদবরা চাইবেন চার ম্যাচের এই সিরিজে ব্যবধান বাড়িয়ে নিতে। রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ পার্ক, গেকেবারহাতে। এই ম্যাচে অভিষেক হতে পারেন যশ দয়াল। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 10:42 AM IST

ডারবানে প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ভারতীয় দল হারিয়ে দিয়েছে। এবার ঘরের মাঠে ফিরে আসার লড়াই চালাবে দক্ষিণ আফ্রিকা। আর সূর্যকুমার যাদবরা চাইবেন চার ম্যাচের এই সিরিজে ব্যবধান বাড়িয়ে নিতে। রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ পার্ক, গেকেবারহাতে। এই ম্যাচে অভিষেক হতে পারেন যশ দয়াল। 

এই ম্যাচে ভারতীয় দলের প্লেয়িং-১১-এর দিকেও নজর থাকবে ভক্তদের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার বোলাররা, বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তিনটি করে উইকেট নেন দুই স্পিনার। ফলে স্পিন বোলিং কম্বিনেশনে কোনও পরিবর্তন করতে চাইবেন না অধিনায়ক সূর্যকুমার। বোলিং ইউনিটে কোনো পরিবর্তন হলে বাঁহাতি ফাস্ট যশ দয়াল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে এই ম্যাচের বাইরে থাকতে হবে আবেশ খানকে। প্রথম টি-টোয়েন্টিতে আবেশ ২ উইকেট নিলেও বেশ রান দিয়ে ফেলেছিলেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আবারও ভালো পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে। ডারবানে প্রথম ম্যাচে ৫০ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল সঞ্জর টানা দ্বিতীয় সেঞ্চুরি। সঞ্জ এর আগে ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেছিলেন। তবে, প্রথম টি- টোয়েন্টিতে অন্য ভারতীয় ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে পারেননি, যা টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের বিষয় হবে। দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। জিম্বাবোয়ের বিপক্ষে সেঞ্চুরি করার পর রান তুলতে হিমশিম খাচ্ছেন তিনি। সমস্যা বেড়েছে মিডল অর্ডার নিয়েও।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্লেয়িং-11: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান/যশ দয়াল, বরুণ চক্রবর্তী। 

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং-11: রায়ান রিকেল টন (উইকেটরক্ষক), এ ইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নাকাবা পিটার 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement