Advertisement

India vs South Africa: কার্তিককে বাদ দিয়েই SA-র বিরুদ্ধে প্রথম একাদশ বাছলেন শাস্ত্রী

৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম ম্যাচের জন্য কেএল রাহুলের সঙ্গে ওপেনার হিসেবে ঋতুরাজ গায়কওয়াডকে বেছে নিয়েছেন। তার পরে রয়েছেন ইশান কিষাণ, শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer) এবং ঋষভ পান্ত। 

রবি শাস্ত্রী রবি শাস্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2022,
  • अपडेटेड 7:38 PM IST
  • ৯ জুন প্রথম ভারত-আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ
  • রবি শাস্ত্রী প্রথম ম্যাচে প্লেয়িং-১১ বেছে নিয়েছেন

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ (India vs South Africa) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কেএল রাহুলের নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) এই সিরিজ দখল করতে নামবে। কিন্তু প্রথম ম্যাচে প্লেয়িং-১১ কী হবে? প্রাক্তন টিম ইন্ডিয়া (Team India) কোচ রবি শাস্ত্রী প্রথম ম্যাচের জন্য তাঁর প্লেয়িং-11 প্রকাশ করেছেন, এতে কিছু বিতর্কিত সিদ্ধান্তও রয়েছে। এই সিরিজে বদলা নিতে চাইবেন কেএল রাহুলরা। কারণ, এই বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তাঁদের। সেই দুঃখ ভুলে নতুন উদ্যোমে ঝাঁপাতে চাইবেন ভারতীয় দলের ক্রিকেটাররা।  

রবি শাস্ত্রী ৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম ম্যাচের জন্য কেএল রাহুলের সঙ্গে ওপেনার হিসেবে ঋতুরাজ গায়কওয়াডকে বেছে নিয়েছেন। তার পরে রয়েছেন ইশান কিষাণ, শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer) এবং ঋষভ পান্ত। 

রবি শাস্ত্রী বলেছেন যে ঋতুরাজ এবং কেএল রাহুল ওপেনিংয়ের জন্য সেরা হবে, আপনি যদি ইশানকে খেলান তবে আপনি ওকে তিন নম্বরে নিয়ে যান। এরপরই আসে শ্রেয়স-ঋষভ ও হার্দিক পান্ডিয়ার নামুক।   

আরও পড়ুন

বোলিংয়ের কথা বললে, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালকে সুযোগ দিয়েছেন রবি শাস্ত্রী। এছাড়াও প্লেয়িং-১১-এ আরশদীপ সিং বা উমরান মালিককে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।


আশ্চর্যজনক ভাবে, রবি শাস্ত্রী, দীনেশ কার্তিককে প্লেয়িং-11-এ জায়গা দেননি, যিনি আইপিএল 2022-এ দারুণ পারফরম্যান্স করেছিলেন। দীনেশ কার্তিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকায় অসাধারণ ব্যাট করেছিলেন। এর ভিত্তিতেই তিনি ৩৭ বছর বয়সেও টিম ইন্ডিয়াতেও ফিরে এসেছেন। 

রবি শাস্ত্রী প্রথম টি-টোয়েন্টি দল: কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং / উমরান মালিক, হর্ষাল প্যাটেল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement