মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India VS South Africa 1st Test) প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে শুরু হলেও, ২৮ ডিসেম্বরেই এই ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই হারের ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন অধরাই থেকেই গেল রোহিত শর্মাদের। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৩ জানুয়ারি থেকে কেপটাউনে। শুধু তাই নয়, এই টেস্ট ম্যাচে হারের ফলে টিম ইন্ডিয়ার জন্য একের পর এক লজ্জার রেকর্ড গড়েছে।
রোহিতের নেতৃত্বে প্রথমবার ইনিংসে হারল ভারত
রোহিতের ক্যাপ্টেন্সিতে এটাই প্রথম ইনিংসে হার টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার ইনিংস ও ৩২ রানে ভারত হেরে গিয়েছে। ২০১৫ সালে শেষবার টিম ইন্ডিয়া ইনিংসে হেরেছে। শুধু তাই নয়, শুরু থেকে এটা তৃতীয় ইনিংসে হার টিম ইন্ডিয়ার। সেঞ্চুরিয়ানে মাত্র ১২৬৩টি বল খেলা হয়েছে। এটাই দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে সবচেয়ে ছোট টেস্ট। এর আগের সংক্ষিপ্ততম টেস্টটি ছিল ২০১৯ সালে রাঁচি টেস্ট। যেখানেও মোট ১৩২৫টি বল খেলা হয়েছিল।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা সবসময়ই ফ্লপ
দক্ষিণ আফ্রিকায় রোহিত শর্মার ব্যাটিং গড় খুবই খারাপ। তাঁর মোট গড় মাত্র ১২.৮। প্রথম ৬ ব্যাটারের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন। দক্ষিণ আফ্রিকার হয়ে অন্তত দশ ইনিংস খেলার পর যে কোনও খেলোয়াড়ের জন্য এটিই দ্বিতীয় সর্বনিম্ন গড়। দক্ষিণ আফ্রিকায় ১২ ইনিংসে ব্যাট করতে গিয়ে ১১.৮৩ গড়ে রান করেছেন মহম্মদ হাফিজ। যেখানে দক্ষিণ আফ্রিকায়, রাবাডার বিরুদ্ধে রোহিতের গড় ৬০.৫, যেখানে ছয় ইনিংসে পাঁচবার আউট হয়েছেন তিনি।
এক মাঠে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড
দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট পার্কে ২৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে ২৩টি ম্যাচ। জয়ের শতাংশ ৭৯.৩১ শতাংশ। যা টেস্ট ক্রিকেটে যেকোনো ভেন্যুতে যেকোনো দলের ক্ষেত্রে সর্বোচ্চ।
কাগিসো রাবাডার টেস্ট উইকেটের হাফ সেঞ্চুরি
কাগিসো রাবাডা ভারতের বিপক্ষে মোট ৫১টি টেস্ট উইকেট নিয়েছেন। টেস্ট সবচেয়ে বেশি উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন তিনি। ভারতের বিপক্ষে প্রোটিয়া দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড ডেল স্টেইনের (৬৫)। এরপর রয়েছেন মরনে মরকেল (৫৮), অ্যালান ডোনাল্ড (৫৭), শন পোলক (৫২)।