Advertisement

India VS South Africa: টেস্টে হারের ধাক্কা কাটতে না কাটতেই শাস্তির মুখে রোহিতরা, কেন?

একে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোহারা হার তার উপর আবার শাস্তি। বিরাট সমস্যায় রোহিত শর্মারা। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হেরে গিয়েছে ভারত। তারপর উপর আবার শাস্তির খাড়া। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরে উঠতেই আইসিসির শাস্তির কবলে পড়তে হল টিম ইন্ডিয়াকে। 

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রসিধ কৃষ্ণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2023,
  • अपडेटेड 5:39 PM IST

একে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোহারা হার তার উপর আবার শাস্তি। বিরাট সমস্যায় রোহিত শর্মারা। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হেরে গিয়েছে ভারত। তারপর উপর আবার শাস্তির খাড়া। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরে উঠতেই আইসিসির শাস্তির কবলে পড়তে হল টিম ইন্ডিয়াকে। 

এই শাস্তির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেল রোহিত শর্মাদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও নেমে গেল ভারত। পঞ্চম স্থানে ছিল টিম ইন্ডিয়া। এই ২ পয়েন্ট কাটা যাওয়ার পর ষষ্ঠ স্থানে নেমে গেল রোহিতরা। মন্থর ওভার রেটের কারণে প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা করা হয়। দ্বিতীয়ত, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ২ পয়েন্ট কেটে নেওয়া হয় রোহিতদের। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট ধাক্কা খায় টিম ইন্ডিয়া। 

গত দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। যদিও চ্যাম্পিয়ন হওয়া হয়নি রোহিতদের। এবারেও শুরুটা একেবারেই ভাল হল না তাদের। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে পেস ও বাউন্সে ভারতীয় ব্যাটাররা যে সমস্যায় পড়বেন, সেটা একেবারেই প্রত্যাশিত ছিল। এর মধ্যে যদিও প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন কেএল রাহুল। ১০১ রান করে আউট হন তিনি। বিরাট কোহলি বা শ্রেয়স আইয়াররা ভাল ব্যাটিং করলেও বড় রান করতে ব্যর্থ। ফলে প্রথম ইনিংসে ২৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল। জবাবে ডিন এলগারের ১৮৫ রানের সৌজন্যে ৪০৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৩১ রানেই। বিরাট কোহলি ৭৬ রান করলেও ইনিংসে হার বাঁচাতে পারেননি। হারের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। এ বারও হল না।

Advertisement

বড় ব্যবধানে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলের পয়েন্ট টেবলে ১ থেকে ৫ নম্বরে নেমে গেল ভারত। অন্যদিকে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্ব শুরু করায় এক ধাক্কায় শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এমনকি বাংলাদেশও রয়েছে ভারতের উপরে। পাকিস্তান রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে রয়েছে প্রথম্বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হিসেব হয় হার-জিতের শতাংশ দিয়ে। সেদিক থেকে, ভারতকে হারিয়ে ১০০ শতাংশ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান পেয়েছে ৬১.১ শতাংশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ৫০ শতাংশ করে পেলেও ভারতের সংগ্রহ ৪৪.৪৪। যদিও ভারতের নীচে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৪১.৬৭ শতাংশ।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement