জিম্বাবোয়ে সফর শেষে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এটাই হবে কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। এই সফরে ভারতীয় দল ৩টি করে টি২০ ও ওডিআই খেলবে। বিসিসিআই বৃহস্পতিবার এই সফরের সূচি প্রকাশ করেছে। তবে এখনও এই সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেনি বোর্ড। চলতি সপ্তাহের শেষে দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া অধিনায়ক রোহিত শর্মা এই সফরে যাবেন না। তাঁকে বিশ্রামেই রাখা হতে পারে।
ওয়ানডে দলের নেতৃত্বে কে?
এমন অবস্থায় ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার হাতে দেওয়া হতে পারে। যেখানে ওডিআই সিরিজের নেতৃত্ব দিতে পারেন কেএল রাহুল। এ ছাড়াও, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলে খুব বেশি পরিবরনত্ হবে না। জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করা শুভমান গিলকে শুধুমাত্র ওয়ানডে সিরিজের জন্য বেছে নেওয়া যেতে পারে।
দুই দলেই থাকতে পারেন সূর্যকুমার
কেএল রাহুলকে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে রাখা হতে পারে। দুই দলেই জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন। ওডিআইতেক খেলতে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। বিশ্বকাপের পরে, শুধু রোহিত নন, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এমন অবস্থায় তাঁদের জায়গাটা পূরণ করতে হবে। রিপোর্ট অনুযায়ী, রোহিত ছাড়াও কোহলি এবং ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাও এই সফর থেকে বিশ্রাম নিতে পারেন। ওয়ানডেতে কোহলির জায়গায় তিন নম্বরে আসতে পারেন সঞ্জু স্যামসন বা অধিনায়ক কেএল রাহুল। দুই দলেই বাছাই করা যেতে পারে সূর্যকুমার যাদবকে। তবে এই দুই দলেই ঈশান কিষানের জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ভারতের সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সঞ্জ স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
ভারতের সম্ভাব্য ওডিআই স্কোয়াড:
কেএল রাহুল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান এবং মহসিন খান।
ভারত-শ্রীলঙ্কা সময়সূচি
২৬ জুলাই ১ম টি২০, পাল্লেকেলে
২৭ জুলাই-২য় টি২০, পাল্লেকেলে
২৯ জুলাই- ৩য় টি২০, পাল্লেকেলে
১ আগস্ট- ১ম ওডিআই, কলম্বো
৪ আগস্ট- ২য় ওডিআই, কলম্বো
৭ আগস্ট - তৃতীয় ওয়ানডে, কলম্বো