Advertisement

India vs West Indies 2nd T20I: কেমন হতে পারে দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একাদশ

প্রথম ম্যাচে জিতলেও চোট পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। ফিল্ডিং করতে গিয়ে কায়রন পোলার্ডের (Keiron Pollard) মারা বলে হাতে লাগে তাঁর। তিন ওভার বল করেই উঠে যেতে হয় তাঁকে। তাঁর চোট গুরুতর হলে তিনি হয়ত দ্বিতীয় ম্যাচে খেলবেন না। বাদ পড়তে পারেন ইশান কিশান। তাঁর জায়গায় ওপেনার হিসেবে দলে আসতে পারেন ঋুতুরাজ গায়কোয়াড। তবে জায়গা হওয়ার সম্ভাবনা কম শ্রেয়স আইয়ারের। কারণ রোহিত স্পষ্ট করেই বলেছেন তাঁদের একজন ব্যাটিং অলরাউন্ডার দরকার। শ্রেয়স বল করতে পারলেও এক্ষেত্রে তাঁর দক্ষতা অতটা বেশী নয়।

দ্বিতীয় ম্যাচে সিরিজের দখল নিতে চায় ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 11:48 AM IST

প্রথম টি২০ ম্যাচে ইডেনে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে গিয়েছে ভারত। শুক্রবার দ্বিতীয় টি২০ ম্যাচে জিততে পারলেই সিরিজের দখল নিয়ে নেবে ভারত। রবিবার শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেইদিন বৃষ্টি হতে পারে কলকাতায় তাই আগে ভাগেই সিরিজের ফরসালা করে নিতে চাইছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। এই ম্যাচ জিততে পারলে শেষ ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকবে ভারতের সামনে। টি২০ বিশ্বকাপের আগে সকলকে পরীক্ষা করে নেওয়ার সুযোগ ছাড়তে চাইবে না ভারতের টিম ম্যনেজমেন্ট। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচ জেতাও ভারতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। গত ম্যাচে দল জেতায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই দলে। 

প্রথম ম্যাচে জিতলেও চোট পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। ফিল্ডিং করতে গিয়ে কায়রন পোলার্ডের (Keiron Pollard) মারা বলে হাতে লাগে তাঁর। তিন ওভার বল করেই উঠে যেতে হয় তাঁকে। তাঁর চোট গুরুতর হলে তিনি হয়ত দ্বিতীয় ম্যাচে খেলবেন না। বাদ পড়তে পারেন ইশান কিশান। তাঁর জায়গায় ওপেনার হিসেবে দলে আসতে পারেন ঋুতুরাজ গায়কোয়াড। তবে জায়গা হওয়ার সম্ভাবনা কম শ্রেয়স আইয়ারের। কারণ রোহিত স্পষ্ট করেই বলেছেন তাঁদের একজন ব্যাটিং অলরাউন্ডার দরকার। শ্রেয়স বল করতে পারলেও এক্ষেত্রে তাঁর দক্ষতা অতটা বেশী নয়। 

প্রথম ম্যাচে আরও সহজে জিততে পারত ভারত। ব্যাট করতে নেমে ১৯ বলে ৪০ রান করে আউট হন রোহিত শর্মা। ইশান কিশান ৪২ বলে ৩৫ রান করলেও ব্যর্থ হন বিরাট কোহলি(Virat Kohli)। ১৩ বলে মাত্র ১৭ রান করে আউট হন তিনি। বেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে দারুণ বল করে ম্যাচের সেরা হন রবি বিষ্নোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। 

Advertisement

আরও পড়ুন: চার উইকেট ইশানের, বরোদাকে ১৮১ রানে গুটিয়ে অ্যাডভান্টেজ বাংলা

আরও পড়ুন: আসলের বদলে শিখর ধাওয়ান ডুপ্লিকেট, দেখুন মজার ভিডিও

ভারতের দ্বিতীয় টি২০ ম্যাচে সম্ভাব্য প্রথম একাদশ:
ঋুতুরাজ গায়কোয়াড, রোহিত শর্মা(অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হর্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement