ইডেন দর্শক ঢোকার অনুমতি মিলল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে কিছু সংখ্যক দর্শক ঢুকতে পারবেন বলে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। তবে সাধারন দর্শক নন সিএবি-র সদস্যদের জন্যই খুলছে ইডেনের দরজা। তিনটি টি২০ ম্যাচেই দর্শক ঢোকার অনুমতি চেয়ে বোর্ডকে চিঠি দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। তবে বোর্ডের তরফ থেকে প্রথম দুই টি২০-র জন্য ছাড়পত্র মেলেনি। পশ্চিমবঙ্গ সরকার কোভিড সংক্রান্ত কড়াকড়ি কিছুটা শিথিল করায় বিসিসিআই-এর কাছে দর্শক ঢোকানোর আবেদন জানায় সিএবি। তবে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং সামগ্রিক পরিস্থিতির কথা বিচার করে আবেদন নাকচ করে বোর্ড। কলকাতায় সিরিজ শুরু হওয়ার আগেই এসে গিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইডেন পরিদর্শনও করে গিয়েছেন তিনি।
বুধবার সিরিজের প্রথম ম্যাচের আগে এসে গেল ছাড়পত্র। ২০ ফেব্রুয়ারি তৃতীয় টি২০ ম্যাচে ইডেনের আপার টায়ারে দর্শক ঢুকতে পারবেন। সিএবিকে মেল করে এমনটা জানিয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। বিবৃতিতে তিনি বলেছেন, ''বিসিসিআই-কে অনেক ধন্যবাদ। সবসময়য় এ ভাবে আমাদের পাশে থাকার জন্য।'' মঙ্গলবার ইডেনে এসে সৌরভ জানিয়ে দিয়েছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই মাঠে দর্শকরা আসতে পারবেন। তবে এবার তার আগেই দর্শকদের ঢোকার অনুমতি দিয়ে দিল বোর্ড।
আরও পড়ুন: কেন IPL 2022-এর প্রথম ম্যাচে নেই ম্যাক্সওয়েল?
আরও পড়ুন: 'বাপ্পিদা'র প্রয়াণে ট্যুইট সচিন-বিরাটদের, কী লিখলেন?
মঙ্গলবার ইডেনে এসে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে দেখা করেন সৌরভ। কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন তিনি। মূলত, ভারতীয় দলের কোচের কথা শুনতে দেখা গিয়ে তাঁকে। ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পান্তের (Rishabh Pant) সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় বোর্ড সভাপতিকে। সৌরভকে দেখে নিজেই এগিয়ে আসেন ঋষভ। তরুণ এই ক্রিকেটারকে স্নেহ করেন সৌরভ। তা প্রায় সকলেরই জানা। তবে পিচ নিয়ে তৈরি হওয়া বিতর্কে কোনও কথা বলতে চাননি সৌরভ।