এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন সুনীল ছেত্রী। এশিয়ান গেমসের আগে কিংস কাপে খেলবে ভারতীয় ফুটবল দল। তবে সেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন না ভারতীয় দলের ক্যাপ্টেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের সময় সন্তানের জন্ম দেবেন সোনাম। স্ত্রীর পাশে থাকতেই ছুটি চেয়েছেন সুনীল।
৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে কিংস কাপ। সুনীলের নেতৃত্বে ২০২৩ সালে তিনটি ট্রফি জিতেছে ভারতীয় দল। প্রথমে ত্রিদেশীয় সিরিজের পর ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। প্রত্যেক টুর্নামেন্টে গোল পেয়েছেন সুনীল। তবে কিংস কাপ থেকে সরে দাঁড়িয়েছেন সুনীল। তিনি বলেন, ‘আমি কোচকে অনুরোধ করব কিংস কাপের দলে আপনাকে না রাখতে।‘ ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে সুনীল ছেত্রী তাঁর স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর জানান। বলটাকে জার্সির মধ্যে ঢুকিয়ে তিনি বিশ্বকে বাবা হওয়ার খবর দেন। এবং সন্তান জন্মের সময় এগিয়ে আসায় তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান বলে জানান।
কিংস কাপে না খেললেও, এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে ভারতীয় দল। দলে থাকবেন আরও দুই সিনিয়র দলের ফুটবলার। সেখানে থাকবেন গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ ঝিঙ্গন। এরপর ভারত খেলবে এএফসি এশিয়ান কাপ ও ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার। এবার এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে কিংস কাপকে পাখির চোখ করছে ভারতীয় ফুটবল দল। ফলে এই কিংস কাপটা গুরুত্বপূর্ণ।
এশিয়ান গেমসে মূলত অনূর্ধ্ব-২৩ দল পাঠাতে হয়। তবে দলে তিনজন সিনিয়র দলের ফুটলার থাকতে পারেন। ফলে অনেকেই সুযোগ পাননি এশিয়ান গেমসে। তাঁরা যদিও কিংস কাপের দলে খেলবেন। ইগর স্টিম্যাচ বারে বারেই এই টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেছেন ভারতীয় দলের ফুটবলারদের সামনে। আসলে সুনীলদের পাখির চোখ এখন এশিয়া কাপ। তার আগে দলকে তৈরি করতে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাইছে ভারতীয় দল।