Advertisement

World Athletics Championship: রেকর্ড ভারতের, বিশ্ব চ্যাম্পিয়নশিপের অ্যাথলেটিক্সের ফাইনালে রিলে দল

শনিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যািম্পিয়নশিপে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় দল। ৪০০ মিটার রিলে রেসে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় দল। ৪x৪০০ হিটে দ্বিতীয় স্থানে শেষ করেন মুহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মুহাম্মদ আজমল ভাহিয়াথোড়ি ও রাজেশ রমেশের ভারতীয় দল। 

ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2023,
  • अपडेटेड 1:42 PM IST

শনিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যািম্পিয়নশিপে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় দল। ৪০০ মিটার রিলে রেসে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় দল। ৪x৪০০ হিটে দ্বিতীয় স্থানে শেষ করেন মুহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মুহাম্মদ আজমল ভাহিয়াথোড়ি ও রাজেশ রমেশের ভারতীয় দল। 


এর ফলে পুরুষদের ৪০০ মিটার রিলেতে নতুন রেকর্ড গড়ে ফেলল ভারতীয় দল। এশিয়ান গেমসের আগে ফাইনালে উঠল ভারতীয় দল। রবিবার ফাইনালে পদক জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয়রা। 


এশিয়ান রেকর্ড ভেঙে চুরমার করে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে হিট শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করে ভারতীয় দল। প্রথম স্থানে শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দল। তারা এই দৌড় শেষ করে ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে। এর আগে ৪x৪০০ মিটার রিলে দৌড়ের এশিয়ান রেকর্ড ছিল জাপানের। তারা  শেষ করেছিল ২ মিনিট ৫৯.৫১ সেকেন্ডে। 


কিন্তু এবার এই রেকর্ড গড়ে ফেলল ভারতের অ্যাথিলেটরা। চার ভারতীয় দৌড় শেষ করেছেন মাত্র ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে। আনাস প্রথম ল্যাপ শেষ করেন ষষ্ঠ স্থানে। দ্বিতীয় ল্যাপে দারুণ পারফরম্যান্স করে ভারতকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসেন জেকব। শেষ দুই ল্যাপে আজমল এবং রমেশ শুধু জায়গা ধরে রাখাই নয়, আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। শেষ ল্যাপে রমেশ একটা সময় বেশ চাপে ফেলে দেন আমেরিকার জাস্টিন রবিনসনকে। ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে চার অ্যাথলিট নতুন ভারতীয় রেকর্ডের পাশাপাশি নতুন এশীয় রেকর্ডও তৈরি করেছেন।  

দু’টি হিট দৌড় মিলিয়ে বিশ্বরেকর্ডের মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য পিছনে ভারত। কিন্তু ভারতের পিছনে রয়েছে এই ইভেন্টের দুই অন্যতম শক্তিধর দেশ গ্রেট ব্রিটেন (তৃতীয়, ২ মিনিট ৫৯.৪২ সেকেন্ড) ও জামাইকা (পঞ্চম, ২ মিনিট ৫৯.৮২ সেকেন্ড)। এর জেরে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারতের রিলে দল। এবার দেখার, রবিবার ফাইনালে এই রিলে দল কেমন পারফর্ম করে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement