সোমবার রাতে গোড়ালির অস্ত্রোপচার হয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামির। লন্ডনে অস্ত্রোপচার হয় তাঁর। হাসপাতালের বেড থেকেই ট্যুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান ভারতের ফাস্ট বোলার। তাঁর সেই পোস্ট রিট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শামি পোস্টে তিনি লিখেছেন তাঁর অস্ত্রোপচারের কথা। তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও জানা যায়নি। ২০২৩ বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। সেই সময় থেকে দলের বাইরে ভারতীয় ফাস্ট বোলার।
পোস্টে শামি লিখেছিলেন, 'গোড়ালির অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। এখান থেকে ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের সবাইকে ভালবাসা।' আর রিট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'খুব দ্রুত তুমি সুস্থ হয়ে ওঠো। আমি নিশ্চিত তুমি খুব দ্রুত এই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠবে। কারণ সেই সাহস তোমার মধ্যে সবসময়ই রয়েছে।' আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছেন আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার খুব একটা সম্ভাবনা নেই। তবে শামি প্রবলভাবে চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে। একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। প্রথম চার ম্যাচ না খেললেও, টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট নেওয়া মুখের কথা নয়। সাত ম্যাচে ছিল ২৪ উইকেট। কিন্তু ফাইনালের হারটা যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায়। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা নেই শামির।
শামি অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ্যাব ইংল্যান্ডেই সারবেন। এমনটাই বোর্ড সূত্রের খবর। মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাকি রিহ্যাব হবে। সেখান থেকেই ফের শুরু করবেন মাঠে ফেরার লড়াই।
শামিকে না পেয়ে বড় ক্ষতির মুখে গুজরাত টাইটান্স। ২০২৩ সালে ১৭ ম্যাচে ২৮ উইকেট। ২০২২ সালে ১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলেছেন। ২০২২ সালে প্রথম বছরেই ট্রফি জেতে গুজরাত। সেখানে শামির কতটা অবদান ছিল, তা এই পরিসংখ্যানই বলে দিচ্ছে। শেষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনাল ম্যাচ হারতে হলেও, প্রথম দুই বছরে দুইবার ফাইনাল খেলা বিরাট ব্যাপার। আর এই দুই বছরেই দারুণ ছন্দে ছিলেন শামি। ফলে তাঁকে না পাওয়া বিরাট ধাক্কা। এর আগে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় একই সমস্যায় পড়তে হয়েছিল তাদের। এরপর শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়।