Advertisement

Manu Bhaker Kolkata Schedule: শনিবার কলকাতায় মনু ভাকের, দেখা করবেন সুজিত বসু-বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

দুর্গাপুজোর (Durga Puja 2024) আগে শহরে আসছেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) শুটিং-এ জোড়া পদক জেতা মনু ভাকের (Manu Bhaker)। শনিবার একদিনের সফরে কলকাতায় (Kolkata) আসছেন এই তারকা। যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Shree Bhumi Sporting Club) পুজোয়। মঙ্গলবারই ভিআইপি রোডের ধারের এই বিখ্যাত পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

মনু ভাকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2024,
  • अपडेटेड 8:00 PM IST

দুর্গাপুজোর (Durga Puja 2024) আগে শহরে আসছেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) শুটিং-এ জোড়া পদক জেতা মনু ভাকের (Manu Bhaker)। শনিবার একদিনের সফরে কলকাতায় (Kolkata) আসছেন এই তারকা। যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Shree Bhumi Sporting Club) পুজোয়। মঙ্গলবারই ভিআইপি রোডের ধারের এই বিখ্যাত পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

কবে শহরে আসছেন মনু?
শনিবার ৫ অক্টোবর, দুপুরে কলকাতায় আসবেন মনু। এরপর বিমানবন্দর থেকে সরাসরি দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি পৌঁছে যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) পুজোতে দেখা যাবে তাঁকে। মন্ত্রী জানান, 'প্রতিমা দর্শন ছাড়াও ক্লাবের মহিলা ফুটবলারদের সঙ্গে দেখা করবেন তিনি। আমাদের ফুটবলারদের উৎসাহিত করবেন। আমরা মনুকে সংবর্ধনাও দেব।'

কী কী কর্মসূচি রয়েছে তাঁর?
ব্যস্ত সূচির মধ্যে এরপর আরও একটি অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। বাইপাসের ধারে একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাঁকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে। কলকাতায় মনুর সূচিতে রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পুজোও। বাইপাসের হোটেল থেকে বারুইপুরের পদ্মপুকুরে যাবেন।

সেখানে প্রায় আধ ঘন্টা সময় কাটানোর কথা রয়েছে তাঁর। প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়া শ্যুটার এখন গোটা দেশের কাছে রোলমডেল। তাই তাঁকে দেখতে প্রচুর ভিড় হবে বলে সতর্ক দুই পুজো ক্লাবের কর্তারা। এরপর বারুইপুর থেকে সরাসরি মনু কলকাতা বিমানবন্দরে যাবেন।

জোড়া পদক জেতার কৃতিত্ব 
ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে প্যারিসে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের কীর্তি গড়েছিলেন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক পান। তাছাড়া ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড দলগত ইভেন্টে তাঁর এবং সরবজ্যোৎ সিংহের জুটিও ব্রোঞ্জ পায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কলকাতায় আসছেন মনু। তাঁকে নিয়ে উন্মাদনা আরও বাড়ছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement