Advertisement

সানিয়া মির্জাকে প্র্যাকটিসে সাহায্য করছেন ছেলে ইজহান, Video ভাইরাল

দেশে করোনার দাপটে বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। ফলে অ্যথলিট ও খেলোয়াড়দের প্র্যাকটিস করার অনুমতিও নেই। তাই এবার বাড়িতেই সময় কাটাচ্ছে একাধিক খেলোয়াড়। সানিয়া মির্জাও তেমনটাই করছেন। তবে একই সঙ্গে ইন্ডোরে সারছেন নিজের প্র্যাকটিস।

ছেলের সঙ্গে খোশ মেজাজে সানিয়া।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 May 2021,
  • अपडेटेड 4:04 PM IST
  • ইন্ডোরে অনুশীলন সানিয়া মির্জার
  • কোর্টে প্র্যাকটিস সারছেন ভারতের টেনিস সুন্দরী
  • সানিয়ার অনুশীলনে ছেলে ইজহান

ভারতীয় টেনিস সার্কিটে অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে তিনি বিশ্বে সব থেকে বেশি জনপ্রিয়। শুধু তাই নয় তাঁকে টেনিস সুন্দরী বলা হয়। বহুদিন মাঝে খেলার বাইরে ছিলেন সানিয়া মির্জা। ধীরে-ধীরে ফের কোর্টে ফিরেছেন তিনি। প্রথমে মা হয়েছেন তার আগে ছিলো কিছু চোট সমস্যা। তবে এখন ফের একবার খেলায় ফিরতে চাইছেন ভারতীয় টেনিস সুন্দরী।

দেশে করোনার দাপটে বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। ফলে অ্যথলিট ও খেলোয়াড়দের প্র্যাকটিস করার অনুমতিও নেই। তাই এবার বাড়িতেই সময় কাটাচ্ছে একাধিক খেলোয়াড়। সানিয়া মির্জাও তেমনটাই করছেন। তবে একই সঙ্গে ইন্ডোরে সারছেন নিজের প্র্যাকটিস।

 

টেনিস ব্যাট হাতে সানিয়ার পুত্র।

সানিয়া মির্জার সেই প্র্যাকটিসেই এবার ধরা দিলেন তাঁর ২ বছর বয়সী ছেলে। ইন্ডোর কোর্টেই টেনিসের প্র্যাকটিস সারছেন ভারতীয় তারকা। সেই অনুশীলনের একটি ভিডিওই এবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করা হলেও, এটি হলো সানিয়া মির্জার পুত্র সন্তান ইজহান। 

 

 

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শার্ট পরে দুবছর বয়সী কিউট ইজহান বাস্কেট থেকে একটি করে বল নিয়ে এগিয়ে দিচ্ছে তার মায়ের দিকে। সেই সঙ্গে তার মা সানিয়া মির্জা তা টেনিস র‍্যাকেট দিয়ে পাঠিয়ে দিচ্ছেন নেটের ওপারে। ছেলের এমন পরিশ্রম ও মাকে সাহায্যে করা দেখে বেশ খুশি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ভিডওটি পোস্ট হতেই লাইক পড়েছে হাজারে হাজারে।


সানিয়া মির্জার অনেক ফ্যানেরাই এই কাণ্ডে অবাক হয়ে গিয়েছেন। অনেকেই বলছেন এই বয়সে কি ভাবে এত সাবলীল ভাবে মায়ের সঙ্গে কাজ করছেন ২ বছরের ইজহান। তাঁকে নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement