
India Cricketer Richa Ghosh Special: রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছেন (T20 World Cup Women 2023 India Vs Pakistan) ফিনিশার হিসেবে জেমাইমা রডরিগেজের (Jemaima Rodrigues) সঙ্গে তাঁর নামও নিচ্ছে গোটা দেশ। তাঁদের খেলায় মুগ্ধ হয়ে টুইট করেছেন স্বয়ং সচিন তেন্ডুলকর। চোখে এখন কাপজয়ের স্বপ্ন। তার মধ্যেই রাতে বাড়িতে ফোন করতে ভোলেননি। সে কথা জাানালেন বাবা মানবেন্দ্র ঘোষ। কী কথা হল বাবা-মেয়ের আসুন জেনে নিই...
কদিন আগেই দেশকে প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা টি২০ (Under-19 Women World Cup) বিশ্বকাপ জিতিয়েছেন। এবার মিশন সিনিয়র টি২০ দলের হয়ে (T20 World Cup Women 2023) বিশ্বকাপ জেতা। সেই লক্ষ্যে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে ভারত। ২০ বলে নট আউট ৩১ রান ভারতের উপর তৈরি হওয়া আচমকা চাপের কুয়াশা কাটিয়ে দিয়েছে। যার তোড় খুঁজে পাননি পাকিস্তানি খেলোয়াড়রা। ফলে ভারত ৭ উইকেটে সহজ জয় হাসিল করেছে কয়েক বল বাকি থাকতেই।
রিচার বাবা মানবেন্দ্রবাবুর বক্তব্য
রিচা বাড়িতে ফোন করতে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মানবেন্দ্রবাবু। রিচাকে কী বলেছেন? জানালেন, "রিচাকে বলেছি, সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। এখনও প্রচুর খেলা বাকি। ফোকাস ধরে রাখো। আর সেলিব্রেশন হবে ফাইনালের পর। ততক্ষণ খেলায় মনোযোগ দাও।" তিনি যে গর্বিত, তা অবশ্য রিচাকে ঘুণাক্ষরেও বুঝতে দেননি। সোমবার অবশ্য সংবাদমাধ্যমের সামনে নিজের খুশি লুকিয়ে রাখেননি। তিনি বলেন, "আমরা গর্বিত তো বটেই। তবে রিচার এখন সেলিব্রেশনের সময় আসেনি। বিশ্বকাপ না জিতলে আগের ম্যাচগুলির গুরুত্ব থাকবে না। তাই একবারে কাপ জিততে পারলে ভাল লাগবে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের রেশ যেন এই বিশ্বকাপেও বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন মেয়েকে।"
ইতিমধ্যেই তাঁকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরই স্পেশাল গিফট দেওয়ার কথা ভেবেছে তাঁর পরিবার। বাবা মানবেন্দ্র ঘোষ রিচার জন্য পছন্দের গাড়ি বুক করে ফেলেছেন। মার্চ-এপ্রিলে রিচা হয়তো বাড়ি ফিরতে পারে। তখনই তাঁকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন মানবেন্দ্রবাবু। এর মধ্যে সোমবার আইপিএলের নিলাম। রিচার দর কত ওঠে, তা নিয়ে নজর রয়েছে শিলিগুড়িবাসীর।
অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন রিচা
কিছুদিন আগেই মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্ব পূর্ণ রোল প্লে করেছিলেন রিচা ঘোষ। দেশে ফিরে কলকাতা পর্যন্ত আসতে পেরেছিলেন। সেখান সিএবির সংবর্ধনার পরই ফের উড়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তিতাস সাধু ও ঋষিতা বসুরা বাড়ি ফিরলেও ঘরে ফেরা হয়নি শিলিগুড়ির মেয়ের। আপাতত তাঁর অপেক্ষায় রয়েছে শিলিগুড়ি। ভারত দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপ জিতুক না জিতুক, তাঁকে নিয়ে মুগ্ধতার রেশ এখনও শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীদের মধ্যেও।