ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চলতি মরশুমে অনেক তরুণ খেলোয়াড় দেখা গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) রয়েছেন বাংলার আকাশ দীপ। তিনিও এমন একজন বোলার যার বোলিং অনেককে মুগ্ধ করেছে। চলতি মরশুমে আরসিবির হয়ে ৪ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন আকাশ দীপ। আকাশ দীপ জানিয়েছেন ২০০৭ টি২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরসিবি তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছে, যাতে আকাশ দীপ টিম অ্যাঙ্কর ড্যানিশ সাইতের সঙ্গে কথা বলেছেন। আকাশ দীপ বলেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছিল। সে সময় আকাশ দীপের গ্রামে বিদ্যুৎ ও জলের অনেক সমস্যা ছিল। এমন পরিস্থিতিতে জেনারেটর ভাড়া নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন তিনি।
আকাশ দীপ বলেন, ''পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালের ফাইনাল ছিল। আমার গ্রামে বিদ্যুৎ ছিল না তাই আমাদের এলাকায় টিভিতে ম্যাচ দেখার জন্য জেনারেটর ভাড়া করতে হয়েছিল। ফাইনাল ম্যাচে বিপুল ভিড় দেখে আমি রোমাঞ্চিত হয়েছিলাম এবং ভারত বিশ্বকাপ জেতার পর আবেগ দেখে পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন দেখতে শুরু করি।''
অভিষেক ক্যাপ দিলেন কোহলি
আইপিএল ডেবিউ ক্যাপ আকাশ দীপকে দিয়েছিলেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ''সবচেয়ে বড় আনন্দ ছিল অভিষেক ক্যাপ পাওয়া। এটা আমার জন্য গর্বের মুহূর্ত কারণ বিরাট ভাইয়া আমাকে ক্যাপটি দিয়েছিলেন। পেশাদার ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই আমি তাঁর ভক্ত। বিরাট ভারতীয় ক্রিকেটে ফিটনেসে বিপ্লব এনেছেন এবং আমি নিজেও ফিট থাকতে পছন্দ করি।''
আরও পড়ুন: হেলমেটে বল লাগল হার্দিকের, গ্যালারিতে উদ্বিগ্ন নাতাশা
আরও পড়ুন: অসাধারণ ক্যাচ নিয়ে গিলকে ফেরালেন রাহুল ত্রিপাঠী, Viral Video
RCB আইপিএল ২০২১-এর UAE পর্বে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আকাশ দীপকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছিল, যদিও তিনি তখন অভিষেকের সুযোগ পাননি। আইপিএল ২০২২ নিলামে, আরসিবি, এই বোলারের উপর আস্থা প্রকাশ করে, তাকে ২০ লক্ষ টাকায় তাদের দলে নিয়েছিল।