কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচে জিতলেই ফাইনালে উঠবে দুই দলের মধ্যে একটি দল। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির(Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল।
এবারের আইপিএল-এ (IPL 2023) এই নিয়ে তৃতীয়বার গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। রোহিত শর্মার দল সেই দুটি ম্যাচ জিতেছে। MI সম্প্রতি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাদের দ্বিতীয় জয় পেয়েছে। ঘরের মাঠে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেবিল-টপারদের ২৭ রানে হারায় মুম্বই। দুই দলের মধ্যে শেষ ম্যাচে, সূর্যকুমার যাদব প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। GT-এর হয়ে, ওপেনার শুভমান গিল ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন, মরশুমের শুরুতেই পরপর দুটি সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, আইপিএল অরেঞ্জ ক্যাপের জেতার থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন তিনি। ফলে বেশ জমজমাট ম্যাচের আশা করছেন সমর্থকরা।
বোলিং বিভাগে, যখন গুজরাত পেসার মহম্মদ শামি ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার অন্যতম দাবিদার। মুম্বই-এর আকাশ মাধওয়াল প্লেঅফ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। অর্জুন তেন্ডুলকরকে মুম্বই প্রথম আইপিএল প্লেঅফ ম্যাচে খেলায় কিনা সেদিকেও নজর থাকবে ভক্তদের।
ফ্যান্টাসি দল কেমন হতে পারে?
উইকেটরক্ষক: ইশান কিষাণ
ব্যাটার: শুভমান গিল, বিজয় শঙ্কর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিন
বোলার: রশিদ খান, মোহাম্মদ শামি, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল
ক্যাপ্টেন: শুভমান গিল
সহ-অধিনায়ক: সূর্যকুমার যাদব
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
গুজরাত টাইটানস: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, সাই সুদর্শন/অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (সি), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডান, হৃতিক শোকিন/কুমার কার্তিকেয়া/অর্জুন তেন্ডুলকর, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ