Advertisement

IPL 2023: এখনও সম্ভাবনা শেষ হয়নি KKR-এর, কীভাবে প্লে অফে যেতে পারে নীতীশরা ?

ইডেনে (Eden Gardens) রাজস্থানের (Rajasthan Royals)  বিরুদ্ধে হেরে প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তবে সুযোগ যে নেই, এমনটাও নয়। শুধু লিগের শেষ দুটি ম্যাচ জিতলেই যে কেকেআর-এর প্লে অফে যাওয়া নিশ্চিত হবে না, অনেক সমীকরণও আছে। আগামী ম্যাচে রিঙ্কু সিংদের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে কলকাতা তা এখন প্রায় সকলেই জানেন। তবে কীভাবে প্লে অফে পৌছবে কেকেআর?

কলকাতা নাইট রাইডার্স দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2023,
  • अपडेटेड 5:09 PM IST
  • প্লে অফে কীভাবে যেতে পারে কেকেআর
  • নীতীশদের সব ম্যাচ জিততে হবে

ইডেনে (Eden Gardens) রাজস্থানের (Rajasthan Royals)  বিরুদ্ধে হেরে প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তবে সুযোগ যে নেই, এমনটাও নয়। শুধু লিগের শেষ দুটি ম্যাচ জিতলেই যে কেকেআর-এর প্লে অফে যাওয়া নিশ্চিত হবে না, অনেক সমীকরণও আছে। আগামী ম্যাচে রিঙ্কু সিংদের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে কলকাতা তা এখন প্রায় সকলেই জানেন। তবে কীভাবে প্লে অফে পৌছবে কেকেআর?

কীভাবে প্লে অফে যেতে পারে কেকেআর
রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। চিপকে মহেন্দ্র সিং ধোনিদের (Mahendra Singh Dhoni) হারাতে হবে নীতিশ রানাদের (Nirish Rana)। এরপর ঘরের মাঠে কেকেআর-এর প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নমরে রয়েছে কেকেআর। শেষ দুটি ম্যাচ বাকি রয়েছে তাদের। দুই ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট পেতে পারে কলকাতা। সাধারণভাবে আইপিএল-এর প্লে অফে যেতে হলে অন্তত ১৬ পয়েন্ট পেতে হয়। কিন্তু তা আর সম্ভব নয়। তবে কলকাতাকে প্লে অফে যেতে হলে শেষ তিনটি ম্যাচেই হারতে হবে লখনউ সুপার জায়ান্টসকে। শুধু তাই নয়, মুম্বই ও সানরাইজার্সকেও জিততে হবে। তবেই প্লে-অফে উঠতে পারে কেকেআর। 

আরও পড়ুন: শর্ট থার্ডম্যানের ওপর দিয়ে বিরাট ছক্কা, সূর্যকুমারের শটে অবাক সচিনও

রাজস্থানের বিরুদ্ধে জিততে পারলে সুবিধা হত 
বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে জিততে পারলে অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকতে পারত কেকেআর। নীতীশদের হারিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। ১০ পয়েন্ট নিয়ে এখনও ৭ নম্বরে কেকেআর। শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

Advertisement

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে ১৩ বলে ৫০ করে যশস্বীর, ভাঙলেন রাহুল-কামিন্সের রেকর্ড

ভালো খেলতে পারেনি কেকেআর
এই মরশুমের আইপিএল-এ একেবারেই ভালো খেলতে পারেনি কেকেআর। ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কলকাতা। রবিবার তাঁরা খেলতে নামবেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। শেষ দুই ম্যাচ জিতলেও প্লে অফ অধরাই থেকে যেতে পারে নীতীশ রানাদের।  যদিও প্লে অফে যাওয়ার আশা থাকছে এলএসজি-র। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ক্রুবালরা রয়েছেন পাঁচ নম্বরে। এখনও তিনটি ম্যাচ হাতে রয়েছে তাদের।এই তিন ম্যাচ জিততে পারলে প্লে অফে যেতে সমস্যা হওয়ার কথা নয়, গৌতম গম্ভীরের দলের। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement