Advertisement

Saheb Bhattacharya : KKR ম্য়াচে মোহনবাগান জার্সি বিতর্কে, এবার মুখ খুললেন সাহেব

ইডেনে (Eden Gardens) গত শনিবার, মুখোমুখি হয় কেকেআর (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সেইদিনই ইডেনে, মোহনবাগান সমর্থকদের সবুজ মেরুন জার্সিতে মাঠে ঢুকতে বাধা দেওয়া নিয়ে রীতিমতো সরগরম ময়দান। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee)। 

সাহেব ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2023,
  • अपडेटेड 1:30 PM IST
  • এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব
  • নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন

ইডেনে (Eden Gardens) গত শনিবার, মুখোমুখি হয় কেকেআর (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সেইদিনই ইডেনে, মোহনবাগান সমর্থকদের সবুজ মেরুন জার্সিতে মাঠে ঢুকতে বাধা দেওয়া নিয়ে রীতিমতো সরগরম ময়দান। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee)। 
 
মূলত, মোহনবাগানকে (Mohun Bagan) সম্মান জানিয়েই সবুজ মেরুন জার্সিতে সেদিন মাঠে নামে লখনউ। শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের সমর্থকরা অনেকেই সেদিন, সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে ম্যাচ দেখতে যান। কিন্তু লখনউ সুপার জায়ান্টস (LSG) সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামলেও, ইডেনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা সাধারণ সমর্থকদের বাধা দেয়। শুধু তাই নয়, মোহনবাগান সমর্থকরা চেয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) ধন্যবাদ জানাতে। সেই আশাও তাঁদের অপূর্ণই থেকে যায়।

আর এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব। নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন। সেইখানে মোহনবাগানের তরফ থেকে যে চিঠিটি কেকেআর ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছিল, সেটি তিনি পোস্ট করেন। সেইসঙ্গে, তিনি লেখেন, ‘LSG ম্যাচের আগে আমরা আমাদের শো-তে এই নিয়ে অনেক কথা বলেছি, মজা করেছি । কে কাকে সাপোর্ট করছে, সে নিয়েও কথা হয়েছে। তবে এটা বাঞ্ছনীয় নয়।‘ 

প্রসঙ্গত, তিনি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) ছেলে এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian Football Team) সুনীল ছেত্রী (Sunil Chhetri) তাঁর জামাইবাবু। শুধু তাই নয়, চলতি আইপিএলের (IPL 2023) ডিজিটাল স্বত্বাধিকারী (Digital Rights) সংস্থা জিও সিনেমার (Jio Cinema) হয়ে শো হোস্ট করছেন তিনি। এই আইপিএলে প্রতি ম্যাচে বাংলায় কমেন্ট্রি এবং বাংলাতেই প্রি-ম্যাচ, মিড ম্যাচ ও পোস্ট ম্যাচ শো হচ্ছে। সেইজন্যই, যে টিম রয়েছে সেইখানে তিনি রয়েছেন। ফলে, ক্রিকেট এবং ফুটবল দুইদিকেই মেলবন্ধন রয়েছে সাহেবের। সেই জায়গায় দাঁড়িয়ে, তাঁর এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ।   

Advertisement

মোহনবাগানের তরফ থেকে ক্ষোভ জানিয়ে যে চিঠি কেকেআর ম্যানেজমেন্টকে দেওয়া হয়, আজ তার পাল্টা উত্তর দেয় কেকেআরও। তাঁরা জানিয়েছে, ‘স্টেডিয়ামের ক্রাউড ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনও সম্পর্কই নেই। আমাদের বলা হয়েছিল যে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তিদের দ্বারা অ্যামবুশ বিপণনের চেষ্টা করা হয়েছিল। যা লিগের নিয়ম অনুযায়ী, আইপিএল লিগ অ্যান্টি-অ্যাম্বুশ মার্কেটিং টিম দ্বারা অবিলম্বে বন্ধ করা হয়।‘ 

ফলে সবমিলিয়ে, কেকেআর বনাম মোহনবাগান তরজার মধ্যে এবার মন্তব্য করলেন অভিনেতা সাহেব ভট্টাচার্যও। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement