Advertisement

IPL 2023 KKR vs MI: আউট হয়েই মেজাজ হারালেন নীতিশ, MI স্পিনারকে বললেন...

আউট হয়ে মেজাজ হারালেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন নীতিশ রানা। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে দ্রুত আউট হয়ে মেজাজ হারান রানা। এগিয়ে যান বোলার ঋত্বিক শোকিনের দিকে। উইকেট পাওয়ার পর যখন রানা ফিরে যাচ্ছিলেন সেই সময়ই কিছু একটা বলতে দেখা যায় মুম্বই স্পিনারকে। নিজের সাফল্য উদযাপন করার সময় মুম্বই বোলারের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা পাল্টা বলেন নাইট অধিনায়ক।

মেজাজ হারালেন রানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2023,
  • अपडेटेड 5:42 PM IST
  • মেজাজ হারালেন কেকেআর ক্যাপ্টেন

আউট হয়ে মেজাজ হারালেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন নীতিশ রানা। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে দ্রুত আউট হয়ে মেজাজ হারান রানা। এগিয়ে যান বোলার ঋত্বিক শোকিনের দিকে। উইকেট পাওয়ার পর যখন রানা ফিরে যাচ্ছিলেন সেই সময়ই কিছু একটা বলতে দেখা যায় মুম্বই স্পিনারকে। নিজের সাফল্য উদযাপন করার সময় মুম্বই বোলারের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা পাল্টা বলেন নাইট অধিনায়ক।

যদিও পরিস্থিতি খুব একটা হাতের বাইরে যায়নি। আসরে নামেন মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব ও পিয়ুশ চাওলা। বেশ খানিকটা সময় রাগ দেখিয়ে দাঁড়িয়ে থাকেন রানা। সূর্যকুমার বুঝিয়ে তাঁকে ডাগআউটের দিকে নিয়ে যান। নবম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গেলে রমনদীপ সিং-এর হাতে ক্যাচ চলে যায়। ১০ বলে মাত্র ৫ রান করে আউট হন নীতিশ রানা। যদিও উল্টো দিকে দারুণ লড়াই চালিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। ১২ তম ওভারের আগে পর্যন্ত কেকেআর-এর অন্য কোনও ব্যাটার বাউন্ডারি মারতে না পারলেও একাই ৪, ৬ মারতে থাকেন আইয়ার। মাত্র ৪৯ বলে ১০০ করেন ভেঙ্কটেশ।

আরও পড়ুন: বাংলার বর্ষবরণে KKR-এর পাতে বাঙালিয়ানা, পঞ্চব্যঞ্জনে পেটপুজো নাইটদের

         

আরও পড়ুন: বাবার টিপস নিয়ে KKR-এর বিরুদ্ধে অভিষেক সচিনপুত্রের         

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীসান, নীতীশ রানা (ক্যাপ্টেন), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্স সাব: সুয়শ শর্মা, ডেভিড উইজ, অনুকুল রায়, মনদীপ সিং, বৈভব অরোরা

মুম্বই ইন্ডিয়ান্স (প্লেয়িং ইলেভেন): ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, রিলি মেরেডিথ

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স সাব: রোহিত শর্মা, রমনদীপ সিং, আরশাদ খান, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement