Advertisement

Virat Kohli Shah Rukh Khan: 'ঝুমে যো পাঠান,' গানে বিরাটকে নাচ শেখাচ্ছেন শাহরুখ, VIDEO VIRAL

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ৮১ রানে হারিয়ে এবারের আইপিএল-এ (IPL 2023) প্রথম ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচের পর দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও কেকেআর কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan) বেশ কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে গল্প করেন। পাঠানের গানে নাচতে দেখা যায় ক্রিকেট মাঠের কিং ও বলিউড কিং-কে।

বিরাট কোহলি ও শাহরুখ খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2023,
  • अपडेटेड 3:34 PM IST
  • ইডেনে নাচ বিরাটের
  • শাহরুখের কাছ থেকে নাচ শিখলেন বিরাট

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ৮১ রানে হারিয়ে এবারের আইপিএল-এ (IPL 2023) প্রথম ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচের পর দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও কেকেআর কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan) বেশ কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে গল্প করেন। পাঠানের গানে নাচতে দেখা যায় ক্রিকেট মাঠের কিং ও বলিউড কিং-কে।
 

বিরাটকে নাচ শেখালেন শাহরুখ

বিরাটকে নাচের স্টেপ দেখিয়ে দেন কিং খান। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। কেকেআর-এর জয়ের পর ইডেনে ভিক্ট্রি ল্যাপ দেন শাহরুখ। দলের ক্রিকেটারদের শুভেচ্ছাও জানান তিনি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট ও শাহরুখ নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপরই শাহরুখের কাছে 'ঝুমে জো পাঠান' গানের স্টেপ দেখিয়ে দেওয়ার আবদার জানান আরসিবি তারকা। তারপরই কোরিওগ্রাফারের ভূমিকায় দেখা যায় শাহরুখ খানকে। এসআরকে ও কোহলিকে পাঠান গানের স্টেপ শেখান। শাহরুখ খান ও বিরাট কোহলির যুগলবন্দি দেখে মেতে ওঠে গোটা ইডেন গার্ডেন্স।

আরও পড়ুন: ঘরোয়া টুর্নামেন্ট খেলেননি, পন্ডিতের টোটকায় রাতারাতি 'হিরো' সুয়শ 

৮১ রানে জয় কেকেআর-এর
টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি (Faf du Plessis)। ব্যাট করতে নেমে শুরুর দিকেই পরপর উইকেট হারালেও রহমানউল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) দারুণ ইনিংস খেলেন। ৮৯ রানে ৫ উইকেট হারান কেকেআর চাপে পড়ে যায়। সেখান থেকে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিং (Rinku Singh)। ঠাণ্ডা মাথায় প্রথমে গুরবাজ ও পরে শার্দূলের সঙ্গে ঠাণ্ডা মাথায় ব্যাট করতে থাকেন রিঙ্কু। অন্যদিকে শেষ ওভার পর্যন্ত চালিয়ে খেলতে থাকেন শার্দূল। শেষদিকে বড় শট খেলেন রিঙ্কুও। ২০ ওভারে ২০৫ রানের লক্ষ্য বিরাটদের সামনে রাখে কেকেআর।

Advertisement

আরও পড়ুন: দর্শন দিতেই বদলে গেল KKR, ৪ বছর পর ইডেনে 'পাঠান'

বড় রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন বিরাট ও ফাফ। যদিও নারিন বল করতে আসতেই কোহলির উইকেট হারায় আরসিবি। এরপর স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাঙ্গালোর ক্রিকেটাররা। নাইটদের তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আইপিএলের অভিষেককারী সূয়শ শর্মার ভেলকির সামনে অসহায় আত্মসমর্পণ করে আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইন। ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নাইটরা।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement