তাঁর চুল অনেকটা সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) মতো। এমনটাই বলেন নেটিজেনরা। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সুয়শ শর্মা (Suyash Sharma) জানালেন তাঁর চুলের রহস্য। কেকেআর-এর এক ভিডিওতে সেই কথা জানিয়েছেন সুয়শ। আইপিএল-এ (IPL 2023) প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন এই তরুণ স্পিনার।
ভিডিওতে সুয়শ বলেন, 'আমি দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাইনি। আমাকে বলা হয়েছিল, আমি দারুণ খেলছি। আশা করেছিলাম, আমি সেরা ১০০ ক্রিকেটারদের মধ্যে থাকব। তবে পরের দিন লিস্ট দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ৬টা অবধি কেঁদেছিলাম।' এরপর অবসাদের মধ্যে পড়েন দিল্লির এই স্পিনার। তিনি বলেন, 'সুযোগ না পাওয়ায় আমি প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম। অবসাদ হয়ে গিয়েছিল। মাথার সমস্ত চুল কামিয়ে ফেলেছিলাম। এরপর সেই চুল গজাতে শুরু করলে আমার ভালো সময় শুরু হয়। তাই এখন আর কাটছি না।'
দিল্লি দলে এখনও সুযোগ পাননি সুয়শ। তবে কেকেআর-এর হয়ে দারুণ বোলিং করছেন তিনি। প্রয়োজন মতো গুগলি করেছেন, আবার লেগ স্পিনেও একের পর এক উইকেট তুলে নিয়েছেন দিল্লির তরুণ ক্রিকেটার। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তাঁর। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব-২৫ দলে খেললেও এখনও কোনও সিনিয়র দলে খেলার সুযোগ পাননি সুয়শ।
কেকেআরের ক্যাম্পে প্রথমবার ক্যাপ্টেন নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়শের। ম্যাচের পর কেকেআর অধিনায়ক নিজেই জানান, প্রথম দেখাতেই তাঁর নজর কেড়েছিলেন সুয়শ। ফলে সেই ক্যাম্পে সুয়শর বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন নাইট অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের ক্যাম্পে প্রথমবার সুয়াসকে দেখেছিলাম। দিল্লির ছেলে হলেও আগে কোনওদিন ওর সঙ্গে দেখা হয়নি। তবে ওর বোলিং দেখেই ঠিক করে রেখেছিলাম, তিন স্পিনার খেলাতে হলে, ওকে দলে নেব। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়শ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নেন। সেই তিন উইকেটের তালিকায় অভিজ্ঞ দীনেশ কার্তিক (Dinesh Karthik) রয়েছেন। রয়েছেন অনুজ রাওয়াত ও করণ শর্মাও।