Advertisement

Sourav Ganguly: রাহুলের চোটে উদ্বিগ্ন প্রাক্তন BCCI সভাপতি সৌরভ, যা বললেন...

চোটের জন্য আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। শুধু লখনউ দলের জন্য নয়, ভারতীয় দলের (Indian Cricket Team) জন্যও চিন্তার বিষয় রাহুলের চোট। সোমবার, রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উঠে যেতে হয় তাঁকে। আর এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি (Ex-BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।    

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2023,
  • अपडेटेड 1:52 PM IST
  • চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে রাহুল
  • কবে ফিরবেন মাঠে?

চোটের জন্য আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গেলেন লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। শুধু লখনউ দলের জন্য নয়, ভারতীয় দলের (Indian Cricket Team) জন্যও চিন্তার বিষয় রাহুলের চোট। সোমবার, রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উঠে যেতে হয় তাঁকে। আর এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি (Ex-BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।    

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান  লখনউ অধিনায়ক। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য ছুটতে গিয়ে পড়ে যান তিনি। মাঠের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন কেএল রাহুল। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

আর এই প্রসঙ্গেই এবার মন্তব্য করলেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক (Ex-Indian Captain) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশা করেছিলেন যে, ভারতীয় ওপেনার কেএল রাহুল শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং দ্রুত ভারতীয় দলে ফিরে আসবেন। 

আরও পড়ুন: 'ঋদ্ধিই সেরা', WTC ফাইনালের আগে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন

ইতিমধ্যেই, চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন কেএল রাহুল। কিন্তু চিন্তার বিষয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship, WTC 2023) নিয়ে। আগামী ৭-১১ জুন, লন্ডনের ওভালে (Oval) অনুষ্ঠিত হতে চলেছে বাইশ গজের এই লড়াই। আর রাহুলের এই চোটের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। 

আরও পড়ুন: IPL থেকে ছিটকে গেলেন রাহুল, WTC ফাইনাল খেলতে পারবেন?

দিল্লিতে একটি ইভেন্টে কথা বলার সময়, প্রাক্তন বিসিসিআই সভাপতি কেএল রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আশা করছেন, দ্রুত সেরে উঠবেন এলএসজি অধিনায়ক। তিনি জানাচ্ছেন, ‘আঘাতগুলি খেলাধুলোর অংশ। আসলে এগুলি খেলার নিষ্ঠুর প্রকৃতি। আর এত বেশি ম্যাচ ক্রিকেটারদের খেলতে হয়, যার ফলে আঘাতগুলি একটি বড় ঘটনা হয়ে দাঁড়ায়।‘ অর্থাৎ, সবমিলিয়ে রাহুলের চোট নিয়ে চিন্তায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement