Advertisement

IPL 2024, CSK vs RCB Score: সুপার সাব শিবম, RCB-কে ৬ উইকেটে হারাল CSK

IPL Live Score, CSK vs RCB: প্রথম ম্যাচে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। টসের অপেক্ষা। কিপিং ড্রিল করছেন ধোনি। প্রায় দু-মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বিরাট কোহলি ব্যাট হাতে শ্যাডো করছেন।

মুস্তাফিজুর
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 22 Mar 2024,
  • अपडेटेड 12:41 AM IST

প্রথম ম্যাচে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। টসের অপেক্ষা। কিপিং ড্রিল করছেন ধোনি। প্রায় দু-মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা কোহলি ব্যাট হাতে শ্যাডো করছেন।

৩ উইকেট খোয়াল চেন্নাই

বড় শট খেলতে গিয়ে আউট রাহানে। ৯৯ রানে ৩ উইকেট খোয়াল চেন্নাই। 

উইকেট হারাল CSK

উইকেট নিলেন পরিবর্ত হিসেবে আসা দয়াল। ১৫ রানে আউট রুতুরাজ। ৩৮ রানে ১ উইকেট হারাল CSK। 

ভাল শুরু CSK-র

বেধড়ক পেটাচ্ছেন রাচিন ও রুতুরাজ। ৩৮ রান করে ফেলল চেন্নাই। 

কার্তিক-অনুজের ৯৫ রানের জুটি

CSK-এর সামনে ১৭৪ রানের লক্ষ্য রাখল RCB। শেষদিকে ভাল ব্যাটিং করে বেঙ্গালুরু। সম্মানজনক রান করল তারা। চিপকের মাঠে এই রান কি যথেষ্ট তা সময় বলবে।  

১৫০ পেরল RCB
৫ উইকেট হারিয়ে ১৫০ পেরল RCB। দারুণ ছন্দে রাওয়াত ও কার্তিক। দলকে লড়াইয়ে ফেরালেন তাঁরা। 

পরপর আউট গ্রিন ও বিরাট

উইকেটে টিকতেই পারছেন না আরসিবি কোনও ব্যাটার। ২১ রান করে আউট হলেন বিরাট। এরপর একই ওভারে আউট হলেন ক্যামেরন গ্রিনও। চার উইকেট মুস্তাফিজুরের। 

১০ ওভার শেষ

৩ উইকেটে ৭৬ রান RCB-র

আবার উইকেট হারাল RCB

আউট হলেন ম্যাক্সওয়েলও। বড় ধাক্কা আরসিবি-র জন্য। ৪২ রানে ৩ উইকেট হারাল তারা। 

পরপর দুই উইকেট হারাল RCB

মুস্তাফিজুরের বলে ০ রানে আউট পাতিদার। ৪১ রানে ২ উইকেট হারাল RCB। উইকেটে এলেন ম্যাক্সওয়েল। 

Advertisement

৪১ রানে প্রহ্ম উইকেট হারাল RCB

দারুণ ক্যাচ রচিন রবীন্দ্রর। উইকেট এনে দিলেন মুস্তাফিজুর। বড় শট খেলতে গিয়ে আউট ডু প্লেসি। ৩৫ রান করে আউট RCB ক্যাপ্টেন। রুতুরাজের বোলিং পরিবর্তন কাজে এল। 

২ ওভারে এল ১৬ রান

দারুণ ব্যাটিং ডু প্লেসির। পাওয়ার প্লেতে মেরে খেলছেন ডু প্লেসি। ভাল বল করতে পারছেন চেন্নাই বোলাররা। 

প্লেইং ১১

আরসিবি একাদশ: ফাফ জুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, করণ শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান

অভিষেক রবীন্দ্রর

নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্রকে খেলাচ্ছে চেন্নাই। আইপিএল-এ এটাই তাঁর প্রথম ম্যাচ।  

টসে জিতল আরসিবি

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি।

দুই দলের মোট সাক্ষাৎ 
৩১ বার দুই দলের মোট সাক্ষাৎ হয়েছে। সিএসকে জিতেছে ২০ বার। আরসিবি জিতেছে ১০ বার। অমীমাংসিত ১ ম্যাচ।

দুই দলে কারা?

চেন্নাই সুপার কিংস (সিএসকে): রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, মঈন আলি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারকার, রবীন্দ্র জাদেজা, অজয় মন্ডল, মুকেশ চৌধুরী, অজিঙ্কা রাহানে, শেখ রশিদ, মিচেল স্যান্টনার, শেখ রশিদ। সিমারজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহিষ তিক্ষিনা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরাবলি।


রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি): ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), প্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়্যাশ প্রভুদেসাই, উইল জ্যাক, মহিপাল লোমরর, কর্ন শর্মা, মনোজ ভান্ডে, মায়াঙ্ক ডাগর, বিজয়কু, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement