Advertisement

IPL 2024 DC vs KKR: ১৬৬ রানে শেষ দিল্লির ইনিংস, ১০৬ রানে জিতল KKR

IPL Live Score kolkata knight riders vs delhi capitals: টানা তিন ম্যাচ জিতে IPL-এ জয়ের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে খেলতে নামছে কলকাতা। আর অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারের পর অয়ের রাস্তায় ফিরেছে দিল্লি ক্যাপিটালস। জয় ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সামনে।

আন্দ্রে রাসেল
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 03 Apr 2024,
  • अपडेटेड 11:20 PM IST

IPL Live Score Kolkata knight riders vs Delhi capitals: টানা তিন ম্যাচ জিতে IPL-এ জয়ের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে খেলতে নামছে কলকাতা। আর অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারের পর অয়ের রাস্তায় ফিরেছে দিল্লি ক্যাপিটালস। জয় ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সামনে।  

ব্যাট করতে নেমেই পরপর দুই উইকেট হারাল দিল্লি

প্রথম উইকেট পেলেন স্টার্ক।  

২৭৭ ছোঁয়া হল না কেকেআর-এর

দারুণ ব্যাটিং ইশান্তের। সাত উইকেটে ২৭২ রান করেছে কলকাতা। 

৫ ওভার বাকি থাকতেই ২০০ পেরল কেকেআর

দুরন্ত ছন্দে আন্দ্রে রাসেল। ৩ উইকেট হারিয়ে ২০০ পেরল কলকাতা। 

৬২ রান কেকেআর-এর

১২ ওভারে ১ উইকেট হারিয়েই ১৬২ রান কেকেআর-এর। হাফ সেঞ্চুরির কাছাকাছি রাজবংশী। 

ভয়ঙ্কর ফর্মে নারিন

হাফ সেঞ্চুরি করে ফেললেন নারিন। ১ উইকেট হারিয়ে ১১৬ রান করে ফেলল কলকাতা। 

পাওয়ার প্লে শেষ

প্রথম উইকেট হারালেও, ৬ ওভারে এল ৮৯ রান। ভাল জায়গায় কেকেআর। 

উইকেট হারাল কলকাতা

আউট হলেন সল্ট। ১২ বলে ১৮ রান করে আউট ওপেনার। উইকেট এনে দিলেন আনরিখ নোকিয়া। 

৫০ পেরল কেকেআর

৪ ওভারেই ৫০ পেরিয়ে গেল কলকাতা। ৫৮ রান করে ফেলল তারা। দারুণ ছন্দে দুই ওপেনার। 

প্রথম ওভারেই এল সাত রান

দলের দুই ওপেনার রঘুবংশী বা সুনীল নারিনের ব্যাট থেকে নয়, প্রথম ওভারেই ওয়াইড ও বাই থেকে এল সাত রান। উইকেট হারায়নি কেকেআর। 

টসে জিতল KKR

Advertisement

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কলকাতার। 

দুই দলে কারা?

কলকাতা নাইট রাইডার্স সি: পি সল্ট (উইকেটরক্ষক), ওয়েয়ার, ওয়েয়ার, আর সিং, এস রঘুবংশী, এস নারিন, এস রাসেল, আর সিং, এম স্টারস, এস রানা, ভি চক্রবর্তী। 

দিল্লি ক্যাপিটালস একাদশ: পি শ, ডি ওয়ার্নার, এম মার্শ, আর প্যান্ট (সিএন্ডডব্লিউকে), টি স্টাবস, এ প্যাটেল, এস কুমার, আর সালাম, এ নর্টজে, আই শর্মা, কে আহমেদ

সামান্য এগিয়ে কলকাতা

এখন পর্যন্ত আইপিএলের রেকর্ডে কিছুটা এইয়ে কলকাতা। দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ৩২টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কলকাতা জিতেছে ১৬টি এবং দিল্লি জিতেছে ১৫টি। একটি ম্যাচ নিষ্পত্তি হয়নি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement