Advertisement

IPL 2024: IPL 2024 চ্যাম্পিয়ন হতে চলেছে কলকাতা? ট্রেন্ড যা বলছে...

সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) আট উইকেটে হারিয়ে আইপিএল (IPL 2024 Final) ফাইনালে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যেভাবে মিশেল স্টার্করা (Mitchell Starc) পারফর্ম করেছেন তাতে দারুণ খুশি কেকেআর (KKR) সমর্থকরা। ফাইনালে কেকেআর-এর সামনে কারা তা জানতে না পারলেও, যে দাপট গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তাতে তারাই ফাইনালে হট ফেভারিট বলে মনে করছেন বিষেশজ্ঞরা। পরিসংখ্যানও কলকাতার পক্ষেই কথা বলছে। 

কলকাতা নাইট রাইডার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2024,
  • अपडेटेड 11:13 AM IST

সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) আট উইকেটে হারিয়ে আইপিএল (IPL 2024 Final) ফাইনালে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যেভাবে মিশেল স্টার্করা (Mitchell Starc) পারফর্ম করেছেন তাতে দারুণ খুশি কেকেআর (KKR) সমর্থকরা। ফাইনালে কেকেআর-এর সামনে কারা তা জানতে না পারলেও, যে দাপট গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তাতে তারাই ফাইনালে হট ফেভারিট বলে মনে করছেন বিষেশজ্ঞরা। পরিসংখ্যানও কলকাতার পক্ষেই কথা বলছে। 

সাধারনভাবে দেখা যায়, কোয়ালিফায়ার ১-এ যে দল জেতে তারাই চ্যাম্পিয়ন হয়। পরিসংখ্যান অন্তত তাই বলছে। ২০১৮ সাল থেকে এই ট্রেন্ড দেখা গিয়েছে। সেই বছর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই কোয়ালিফায়ার ১-এ হারিয়ে দিয়েছিল হায়দরাবাদকে। চেন্নাই সেবার আইপিএল ট্রফিও ঘরে তুলেছিল। এরপর ২০১৯ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেবার মুম্বই কোয়ালিফায়ার জেতার পর ফাইনালেও জয় পায়। ২০২০ সালেও রোহিত শর্মার দল একইভাবে দিল্লিকে হারায়। তবে ২০২১ সালে চতুর্থ ট্রফি জেতে চেন্নাই। সেবার তাদের প্রতিপক্ষ ছিল কলকাতা। সেই বছরেও কোয়ালিফয়ার ১-এ জয় পেয়েছিলেন ধোনিরা। ২০২২ সালে প্রথমবার খেলতে নেমেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে ট্রফি জেতে গুজরাত টাইটান্স। সেবার সঞ্জু স্যামসনদের কোয়ালিফায়ার ১-এ হারিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। গত বছরেও একই ঘটনা ঘটে। চেন্নাই কোয়ালিফায়ার জেতার পর ফাইনালও জিতে নেয়।

কলকাতার দারুণ রেকর্ড

কলকাতারও এক্ষেত্রে দারুণ রেকর্ড। কোয়ালিফায়ার ১ যতবার তারা জিতেছে ততবারই তারা ট্রফিও ঘরে তুলেছে। ২০১২ সালে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠে ট্রফি জেতে। তার ঠিক দুই বছর পর ফের গৌতম গম্ভীরের নেতৃত্বে পঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠে ফের ট্রফি জেতে কলকাতা।  এখন দেখার ২৬ মে শ্রেয়াস আইয়াররা সেই রেকর্ড ধরে রাখতে পারেন কিনা। কারণ, ক্রিকেটে রেকর্ড, পরিসংখ্যান সব সময় সঠিক কথা বলে এমনটা ভাবার কোনও কারণ নেই।

Advertisement

মঙ্গলবার আহমেদাবাদে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। তবে গোটা টুর্নামেন্টে যে ছন্দে ছিল হায়দরাবাদ তার ছিটেফোঁটাও এদিন দেখা যায়নি। শুরুতেই ট্রাভিস হেডের উইকেট স্টার্ক ছিটকে দিতেই যেন চুপসে যায় হায়দরাবাদ আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পরপর উইকেট হারিয়ে ১৫৯ রানে ১০ উইকেট খুইয়ে ফেলে তারা। জবাবে ব্যাট করতে নেমে সল্টের অভাব বুঝতেই দেননি রহমানুল্লাহ গুরবাজ। বেধড়ক পেটাতে থাকেন তিনি। সুনীল নারাইন ও গুরবাজের উইকেট পরে হারালেও জিততে সমস্যা হয়নি কলকাতার। ৩৮ বল বাকি থাকতেই জয় তুলে নেন শ্রেয়াস আইয়াররা।                 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement