এবারের আইপিএল-এ (IPL 2024) দারুণ ছন্দে কলকাতা (Kolkata Knight Riders)। পরপর তিন ম্যাচ জিতে শ্রেয়াস আইয়াররা ((Shreyas Iyer) শীর্ষে। সোমবার কেকেআর-এর (KKR) চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই (Chennai Super Kings)। অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে কলকাতা। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে সমস্যায় পড়তে হয়েছে চেন্নাইকে। তবে চিপকের মাঠে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল যে ঠিক কতটা ভয়ঙ্কর তা সকলেই জানেন।
দুই তারকাকে পাওয়া নিয়ে চিন্তায় কেকেআর
তার উপর কেকেআরের ম্যাচে আগে এক নয় দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে রয়েছে চিন্তা। তার মধ্যে একজন হর্ষিত রানা। হায়দরাবাদ ম্যাচে ভাল বল করার পর,দিল্লির বিরুদ্ধে আর বল করতে পারেননি তিনি। ড্রেসিংরুমে হাতে বরফ ঘষতে দেখা যায় তাঁকে। দলের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, চেন্নাই এয়ারপোর্টে তাঁকে দেখা গিয়েছে ডান হাতে একটি স্লিং পরে রয়েছেন তিনি। তবে সোমবারের ম্যাচের আগে এখনও দুই দিন বাকি রয়েছে। ফলে চোট গুরুতর না হলে পরের ম্যাচে তিনি খেলতে পারেন বলেই জানা যাচ্ছে।
ফিরতে পারবেন নীতিশ?
কেকেআর ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাও চোটের জন্য ম্যাচ খেলতে পারছেন না। সানরাইজার্সের বিরুদ্ধে খেললেও পরের দুই ম্যাচে নীতিশ খেলেননি । এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে। তাঁর না থাকায় কেকেআর দলের পরপর তিন ম্যাচ জিততে অসুবিধা না হলেও, এই লম্বা টুর্নামেন্টে সমস্ত ক্রিকেটারকেই ফিট অবস্থায় পাওয়া প্রয়োজন। সেই কারণেই নীতিশের চোট ভাবাচ্ছে শ্রেয়াসদের। চেন্নাই ম্যাচের আগে তিনি অনুশীলনে ফেরেন কিনা সেটাই এখন দেখার। শুধু নাইট টিম ম্যানেজমেন্ট নয়, পাশাপাশি তাঁর ভক্তরাও অবীর আগ্রহে তাঁর অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে চেন্নাই সুপার কিংস পর পর ম্যাচ হেরে কিছুটা হলেও চাপে। তবে প্রথম দুই ম্যাচ জিতে থাকায় কেকেআর-এর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস নিয়ে সমস্যা হবে না ধোনিদের।