Advertisement

IPL 2024 KKR vs CSK Probable XI: CSK-এর বিরুদ্ধে সুয়াশকে ফেরাতে পারে নাইটরা, দলে আর কারা?

পরপর তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় কেকেআর (Kolkata Knight Riders)। তবে সোমবার চিপকে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চেন্নাইয়ের মাটিতে স্পিনাররা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলেই মনে করা হয়। সোমবার তাই সুনীল নারিনদের উপরে অনেকটাই নির্ভর করবে দলের ভাগ্য। শোনা যাচ্ছে, এই ম্যাচ থেকেই প্রত্যাবর্তন করতে পারেন কেকেআর (KKR) ভাইস ক্যাপ্টেন নিতীশ রানা। আঙুলের চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেকেআর দল
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 08 Apr 2024,
  • अपडेटेड 10:47 AM IST
  • সোমবার চিপকে মুখোমুখি কলকাতা-চেন্নাই
  • দলে জায়গা পেতে পারেন সুয়াশ

পরপর তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় কেকেআর (Kolkata Knight Riders)। তবে সোমবার চিপকে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চেন্নাইয়ের মাটিতে স্পিনাররা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলেই মনে করা হয়। সোমবার তাই সুনীল নারিনদের উপরে অনেকটাই নির্ভর করবে দলের ভাগ্য। শোনা যাচ্ছে, এই ম্যাচ থেকেই প্রত্যাবর্তন করতে পারেন কেকেআর (KKR) ভাইস ক্যাপ্টেন নিতীশ রানা। আঙুলের চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

দলে জায়গা পেতে পারেন সুয়াশ

তবে ফাস্ট বোলার হর্ষিত রানাকে নিয়ে বেশ চাপে শ্রেয়াস আইয়াররা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি বল করতে পারেননি। হর্ষিতের একটি ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দরে তাঁকে দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন। যা দেখে চিন্তায় কলকাতার সমর্থকরা। ফলে সোমবারের ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ নাইটদের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে চিপকের স্লো উইকেটে ফিরতে পারেন সুয়াশ শর্মা।

কোন দল কোথায় দাঁড়িয়ে  

রবিবার লখনউ সুপার জায়ান্ট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫। অপরদিকে, দুই ম্যাচ জেতার পর  ২ ম্যাচ হার চার নম্বরে নামিয়ে দিয়েছে চেন্নাইকে। সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭। লিগ টেবিলের শীর্ষে তাকা রাজস্থান পেয়েছে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট। তাদের নেট রানরেট +১.১২০। কেকেআর এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে। তবে কেকেআরকে শীর্ষস্থান ফের দখল করতে হলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।

Advertisement

কেকেআর-এর সম্ভাব্য একাদশ: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা।

সিএসকে-র সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, মইন আলি, সমীর রিজভি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement