দিল্লির (Delhi Capitals) উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলকে (Abishek Porel) আউট করার পরেই বিতর্কিত সেলিব্রেশন কেকেআর (Kolkata Knight Riders) বোলার হর্ষিত রানার (Harshit Rana)। ১৫ বলে মাত্র ১৮ রান করে আউট হন অভিষেক। ম্যাচের সপ্তম ওভারে বোল্ড হন বাঙালি ব্যাটার। স্কুপ করতে গিয়ে ভেঙে যায় স্ট্যাম্প। মিডল ও লেগ স্ট্যাম্প লক্ষ্য করে রানার করা ফুল বল ভেঙে দেয় উইকেট। এমন ভাবে আউট হয়ে দলকেই বিপদে ফেলে দেন অভিষেক। ৬৮ রানে চার উইকেট হারিয়ে ফেলে ঋষভ পন্তের দল।
কেন এমন করলেন হর্ষিত?
পাওয়ার প্লেতে উইকেট হারালেও আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি দিল্লি। বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দিল্লির রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ক্যাপ্টেন ঋষভ পন্ত ও অভিষেক। পাওয়ার প্লের মধ্যেই পঞ্চম ওভার বল করতে এসেছিলেন রানা। বেধড়ক মার খান কেকেআর বোলার। দিল্লির ঝুলিতে ১৬ রান আসে সেই ওভার থেকে। ওভারের প্রথম বলে রান না এলেও, পরপর তিন বল মাঠের বাইরে পাঠান অভিষেক। দ্বিতীয় বলবল কিপার ফিল সল্টের উপর দিয়ে মেরে চার রান পান তিনি। তৃতীয় বল অফসাইডের বাইরে করলে এক্সট্রা কভারের উপর দিয়ে দারুণ ছক্কা মারেন অভিষেক। চতুর্থ বল শর্ট থারড ম্যানে দাঁড়িয়ে থাকুস সুনীল নারিনের উপর দিয়ে মেরে চার রান পেয়ে যান অভিষেক। সেই রাগেই, পরের ওভারে বাঙালি ব্যটারকে আউট করে এমন অঙ্গভঙ্গি করেন হর্ষিত। মাঠ ছেড়ে চলে যেতে সংকেত দেন তিনি। এর জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেকেআর পেসারকে। তবে সে সবের তোয়াক্কাই করলেন না তিনি। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপ্টেন ঋষভ পন্ত। তবে তাঁর সেই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, বড় রান করতে গিয়ে ১৫৩ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।