Advertisement

IPL 2024 KKR vs DC:চোট সারিয়ে স্টার্ক কি ফের মাঠে নামছেন? উত্তর দিলেন কলকাতার কোচ

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতাকে। সেই ম্যাচে ছিলেন না মিশেল স্টার্ক। এই মরসুমে অজি বোলারের রেকর্ড একেবারেই ভাল নয়। তবুও ২৪ কোটি টাকা দিয়ে কেনা বোলারের প্রতি প্রত্যাশা থেকেই যায়। চোট সারিয়ে সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে কি ফিরবেন তিনি? তবে দিল্লি ম্যাচের আগে কোচ চন্দ্রকান্ত পন্ডিত জানিয়ে গেলেন, বোলিং বিভাগে যা রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে তাদের। টুর্নামেন্টের মাঝপথে বদল সম্ভব নয়। তবে কি তিনি স্টার্ককেই ইঙ্গিত করলেন?

স্টার্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2024,
  • अपडेटेड 7:02 PM IST

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতাকে। সেই ম্যাচে ছিলেন না মিশেল স্টার্ক। এই মরসুমে অজি বোলারের রেকর্ড একেবারেই ভাল নয়। তবুও ২৪ কোটি টাকা দিয়ে কেনা বোলারের প্রতি প্রত্যাশা থেকেই যায়। চোট সারিয়ে সোমবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে কি ফিরবেন তিনি? তবে দিল্লি ম্যাচের আগে কোচ চন্দ্রকান্ত পন্ডিত জানিয়ে গেলেন, বোলিং বিভাগে যা রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে তাদের। টুর্নামেন্টের মাঝপথে বদল সম্ভব নয়। তবে কি তিনি স্টার্ককেই ইঙ্গিত করলেন?

ম্যাচের আগেরদিন, দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে বেশ আশাবাদী শুনিয়েছে। তিনি বলেন, 'ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। নেটে দেখে ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' স্টার্কের জায়গায় খেলতে নামা দুষ্মন্ত চামিরাকে খেলানো হলেও তিনি প্রথম ম্যাচে ব্যর্থ। দারু একটা রান আউট করলেও বল হাতে প্রচুর রান খেয়েছেন। উইকেটও তুলে নিতে পারেননি। সেই কারণে ফিট হলেই দলে স্টার্ককে ফেরাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে ইডেনের পিচে প্রচুর রান ওঠা নিয়ে কোনও অভিযোগই করতে শোনা যায়নি নাইটদের কোচকে। তিনি বলেন, 'সমস্ত জায়গাতেই প্রচুর রান হচ্ছে, তাই নির্দিষ্ট কোনও মাঠের পিচ নিয়ে প্রশ্ন তোলার মানেই হয় না।'

বোলিং বিভাগ নিয়ে খুশি নন চন্দ্রকান্ত?
ব্যাটাররা প্রচুর রান করলেও তা ডিফেন্ড করতে পারছেন না বোলাররা। এ নিয়ে কোনও অভিযোগ না করলেও, কেকেআর কোচ যে হতাশ তা বোঝা গেল। তবে তাঁর ক্ষোভ ঠিক কার বিরুদ্ধে তা এখনও বোঝা যায়নি। প্রায় ২৫ কোটি দাম দিয়ে কেনা স্টার্ক। ৭ ম্যাচে ২৮৭ রান দিয়ে ৬ উইকেট। এটাই হল অজি বোলারের পরিসংখ্যান। বোলারদের প্রসঙ্গ উঠতেই পন্ডিত বলেন, 'যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার দিকেই খেয়াল রাখতে হবে। বোলিং বিভাগে যা রয়েছে তা দিয়েই কাজ চালাতে হবে তাদের। টুর্নামেন্টের মাঝপথে বদল সম্ভব নয়। দেখতে হবে কীভাবে আমাদের পরিকল্পনা কাজে লাগানো যায়।'          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement