দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কলকাতা (Kolkata Knight Riders)। গত ম্যাচে ২৬১ রান করেও হারতে হয়েছে কেকেআর-কে। এই ম্যাচে তাই বোলারদের নিয়ে বেশ চিন্তায় কলকাতা। জোরে বোলাররা তো বটেই, স্পিনাররাও প্রচুর রান দিয়েছেন। এমন অবস্থায় দলের ক্রিকেটারদের চাঙ্গা করতে নাইটদের অনুশীলনে হাজির হয়েছিলেন দলের অন্যতম মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। ব্যাট হাতেও নামতে দেখা যায় তাঁকে। সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে দিল্লির বিরুদ্ধে কেকেআর-এর দলে কি কোনও পরিবর্তন আসবে? প্লে অফ নিশ্চিত করতে ঘরের মাঠে জেতা জরুরী শ্রেয়াস আইয়ারদের।
স্টার্ক কি ফিরছেন এই ম্যাচে?
চোটের জন্য পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি মিশেল স্টার্ক। আঙুলের চোটের জন্য সেই ম্যাচে তিনি না খেললেও, তাঁর জায়গায় দলে এসেছিলেন দুশমন্ত চামিরা। তিনিও ব্যর্থ হন। এবার শোনা যাচ্ছে, দিল্লির বিরুদ্ধে ফেরত আসতে পারেন অজি ফাস্ট বোলার। তবে তাঁর ফর্মও চিন্তায় রেখেছে কেকেআর-কে। দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে তিনি ছন্দে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার। ম্যাচের আগে কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত জানিয়েছেন, ধীরে ধীরে ফিট হচ্ছেন অজি বোলার।
ম্যাচের আগে পিচ নিয়ে বিতর্ক হয়েছে। শোনা গিয়েছে পিচ কিউরেটরের সঙ্গে রাগারাগিও হয়েছে কেকেআর ক্রিকেটারদের। তবে মনে করা হচ্ছে, পিচে প্রচুর রান হতে পারে। ঠিক যেমনটা হয়েছিল পঞ্জাব ম্যাচেও। তবে স্পিনারদের ভাল করতেই হবে। প্লে অফে উঠতে গেলে এই ম্যাচ জেতা যে খুবি গুরুত্বপূর্ণ।
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। সাতটায় হবে টস। স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। জিও সিনেমায় দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং।
কেকেআর দলে কারা থাকতে পারেন- সুনীল নারাইন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা