লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যে কলকাতা। পরপর তিন ম্যাচ জেতার পর, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে হেরে গিয়েছে কলকাতা। অন্যদিকে রাজস্থান পরপর ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে এসেছে। ফলে এই ম্যাচ
জিতে গেল কেকেআর
প্রথমবার লখনউকে হারাল কেকেআর। ঘরের মাঠে আট উইকেটে জয় পেল কলকাতা। দারুণ ইনিংস ফিল সল্টের। অপরাজিত থাকলেন ৮৯ রান করে।
সল্টের ৫০
দারুণ ব্যাটিং সল্টের। ৫১ রান করে অপরাজিত সল্ট। ১০০ পেরিয়ে গেল কেকেআর।
ফের উইকেট খোয়াল কলকাতা
আবার উইকেট হারাল কলকাতা। আউট হলেন রঘুবংশী। ৭ রান করে আউট তিনি। ২ উইকেট নিলেন মহসিন খান।
প্রথম উইকেট হারাল KKR
আউট হলেন নারিন। ২২ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। উইকেট তুলে নিলেন মহসিন খান।
প্রথম ওভারেই এল ২২ রান
দারুণ ছন্দে কেকেআর-এর দুই ওপেনার।
স্টার্কের ৩ উইকেট
দারুণভাবে ফিরে এলেন কেকেআর-এর তারকা বোলার। শেষ ওভারে তুলে নিলেন ২ উইকেট। KKR-এর সামনে ১৬২ রানের লক্ষ্য রাখল LSG।
আবার উইকেট হারাল লখনউ
দুর্দান্ত ক্যাচ নিলেন ফিল সল্ট। ৪ উইকেট হারাল লখনউ। উইকেট তুলে নিলেন বরুন চক্রবর্তী। আউট হলেন স্টোয়নিসও। ৯৫ রানে ৪ উইকেট হারাল LSG।
বিরাট ধাক্কা খেল LSG
আউট হলেন রাহুল। ৭৮ রানে ৩ উইকেট হারাল LSG। উইকেট নিলেন রাসেল। বড় শট খেলতে গিয়ে আউট রাহুল।
৫০ পেরল লখনউ
২ উইকেট হারালেও ৫০ পেরিয়ে গেল লখনউ।
আউট দীপক হুডা
দ্বিতীয় উইকেট হারাল লখনউ। এবার আউট হলেন দীপক হুডাও। ৩৯ রানে ২ উইকেট হারাল লখনউ।
আউট ডি কক
উইকেট হারাল লখনউ। আউট হলেন ডি কক। উইকেট এনে দিলেন বৈভব আরোরা। ১৯ রানে প্রথম উইকেট হারাল লখনউ।
কলকাতা দলে কারা?
ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (সি), আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
কেকেআর বেঞ্চ: সুয়শ শর্মা, অনুকুল রায়, মণীশ পান্ডে, রহমানুল্লাহ গুরবাজ, রিংকু সিং
লখনউ দলে কারা?
কেএল রাহুল (c&wk), কুইন্টন ডি কক, দীপক হুডা, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শামার জোসেফ, মহসিন খান
এলএসজি বেঞ্চ: আরশাদ খান, প্রেরক মানকড়, এম সিদ্ধার্থ, অমিত মিশ্র, কে গৌথাম
টসে জিতল কলকাতা
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কলকাতা।
দলে ফিরলেন হর্ষিত
প্লেইং ১১ থেকে বাদ গেলেন রিঙ্কু সিং। দলে এনেন হর্ষিত রানা।