Advertisement

IPL 2024 KKR vs SRH Fantasy Team: আজ জিতলেই ফাইনালে KKR, ফ্যান্টাসি টিম এভাবে সাজালে হতে পারেন মালামাল

এবারের আইপিএল-এ (IPL 2024) দারুণ ছন্দে কেকেআর (Kolkata Knight Riders)। শীর্ষে থেকেই প্লে অফে পৌঁছে গিয়েছে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) দল। তবে প্লে অফে কঠিন লড়াইয়ের মুখে কেকেআর। তার প্রথম কারণ, ওপেনার ফিল সল্টের ( না থাকা। তাঁর জায়গায় হয়ত ওপেন করবেন আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। ফলে নতুন কম্বিনেশন খেলাতে হবে কেকেআর-কে। সাধারন ভাবে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনও দলই। তবে কেকেআর-কে বাধ্য হয়েই তা ভাঙতে হচ্ছে। এই ম্যাচটা জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবেন শ্রেয়াস আইয়াররা।

হায়দরাবাদ বনাম কলকাতা
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 21 May 2024,
  • अपडेटेड 12:21 PM IST

এবারের আইপিএল-এ (IPL 2024) দারুণ ছন্দে কেকেআর (Kolkata Knight Riders)। শীর্ষে থেকেই প্লে অফে পৌঁছে গিয়েছে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) দল। তবে প্লে অফে কঠিন লড়াইয়ের মুখে কেকেআর। তার প্রথম কারণ, ওপেনার ফিল সল্টের ( না থাকা। তাঁর জায়গায় হয়ত ওপেন করবেন আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। ফলে নতুন কম্বিনেশন খেলাতে হবে কেকেআর-কে। সাধারন ভাবে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনও দলই। তবে কেকেআর-কে বাধ্য হয়েই তা ভাঙতে হচ্ছে। এই ম্যাচটা জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবেন শ্রেয়াস আইয়াররা।

কেকেরআর দলে আর কোনও বদল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে গুরবাজ এই মরসুমে একটাও ম্যাচ খেললেননি ফলে তিনি দলে যোগ দিয়ে কতটা পার্থক্য গড়তে পারবেন তা নিয়েও সংশয় রয়েছে। গত মরসুমে দল ভাল না খেললেও গুরবাজ ভাল ছন্দে ছিলেন। সেটাই আশা জোগাচ্ছে গম্ভীর, চন্দ্রকান্ত পন্ডিতদের। অন্যদিকে হায়দরাবাদের ট্রাভিস হেডকে টেক্কা দেওয়ার ছক তৈরি আছে বলে দাবি করেছেন কেকেআর-এর সফলতম স্পিনার বরুণ চক্রবর্তী।

 

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর-সানরাইজার্স ম্যাচ। সাতটায় টস। জিও সিনেমাতে ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফ্যানরা। পাশাপাশি টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। এছাড়াও টিভিতে কালার্স সিনেপ্লেক্স ও ভিএইচ ১-এ ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

 

সম্ভাব্য একাদশ- সুনীল নারাইন, রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার)

হায়দরাবাদ দল- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, সানভির সিং, প্যাট কামিন্স (সি), টি. নটরাজন, ভুবনেশ্বর কুমার

Advertisement

ফ্যান্টাসি দল- সুনীল নারিন (ক্যাপ্টেন), প্যাট কামিন্স (ভাইস ক্যাপ্টেন), হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ভুবনেশ্বর কুমার, হর্ষিত রানা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement