IPL 2024 KKR vs SRH Live Score: ঘরের মাঠে হায়দরাবাদের সামনে বড় টার্গেট দিল কেকেআর। দারুণ ব্যাটিং করেছেন ফিল সল্ট। তবে শেষদিকে রাসেল যা করলেন তা দেখে বলতেই হয়, স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। ৬২ রান করে অপরাজিত তিনি। ২০৮ রানে শেষ কেকেআর-এর ইনিংস।
জিতে গেল KKR
দুর্দান্ত ইনিংস ক্লাসেনের। ২৫ বলে করলেন হাফ সেঞ্চুরি। তবে তাতে হার আটকাতে পারেননি তিনি।
বল হাতেও দুর্দান্ত রাসেল
২ উইকেট তুলে নিলেন রাসেল। এবার আউট আব্দুল সামাদ। ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৫ রান করে আউট সামাদ। ১৪৫ রানে ৫ উইকেট হারাল SRH।
আউট অভিষেক
উইকেট পেলেন রাসেল। ব্যাট হাতে শাসন করার পর, এবার বল হাতেও দারুণ ছন্দে তিনি। ৭১ রানে ২ উইকেট হারাল SRH।
২০০ পেরল KKR
১৯ ওভারেই ২০০ পেরিয়ে গেল কেকেআর। ৬২ রান করে এখনও অপরাজিত রাসেল। ৮৯ রানের জুটি গড়লেন রিঙ্কুর সঙ্গে।
দারুণ ইনিংস রাসেলের
বিধ্বংসী রাসেল, ২০ বলে ৫০ পেরলন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। গোটা স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে তাঁর শট।
আউট সল্ট
হাফ সেঞ্চুরি করে আউট হলেন সল্ট। ৬ উইকেট হারিয়ে ফেলল কেকেআর।
অভিষেকেই হাফ সেঞ্চুরি সল্টের
৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত সল্ট। ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে কেকেআর।
আউট রমনদীপ
পাঁচ উইকেট হারাল কেকেআর। দারুণ ক্যাচ রমনদীপের। ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল কলকাতা।
আউট রানা
রিভার্স স্যুইপ খেলতে গিয়ে আউট হলেন রানা। ৫১ রানে ৪ উইকেট হারাল কলকাতা।
৫০ পেরল কেকেআর
৩ উইকেট হারিয়ে ৫০ করল কেকেআর। ধরে খেলার চেষ্টায় নীতিশ রানা।
পরপর দুই উইকেট হারাল KKR
সুনীল নারিন আউট হওয়ার পরে পরপর উইকেট হারাল কেকেআর। এক ওভারেই দুটো ক্যাচ আউট। ভেঙ্কটেশ আইয়ারের পর আউট হলেন শ্রেয়াস আইয়ারও।
আউট নারিন
রান আউট হলেন নারিন। ২৩ রানে প্রথম উইকেট হারাল KKR।
চমক দিল KKR
ফিল সল্টের সঙ্গে ওপেন করতে নামলেন সুনীল নারিন। দলে গৌতম গম্ভীর আসতেই ফের বদল দলে।
দুই দলে কারা?
কেকেআর দল: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। সাব- সুয়শ, পান্ডে, অরোরা, রঘুবংশী এবং গুরবাজ।
এসআরএইচ দল: মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্ডে, টি নটরাজন। সাব- রেড্ডি, ওয়াশিংটন, মালিক, ফিলিপস এবং অভিষেক।
ম্যাচ দেখতে শহরে কিং খান
আইপিএল ২০২৪-এ প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচ দেখতে কলকাতা চলে এসেছেন শাহরুখ খান।
টসে জিতল হায়দরাবাদ
টসে জিতে কেকেআর-কে ব্যাট করতে পাঠালেন প্যাট কামিন্স।